এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল নিয়ে এ কি কথা বললেন মহমেডান কোচ! জেনে নিন…

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর কয়েক ঘন্টা বাদে মেগা ফাইনাল। ঐতিহ্যশালী ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হবে মহমেডান স্পোর্টিং ক্লাব ও এফসি গোয়া। আইলিগ বনাম আইএসএলের এই লড়াইয়ের আগে উন্মাদনা ছড়িয়ে পড়েছে তিলোত্তমা কলকাতায়। আর এর আগে বেশ আত্মবিশ্বাসী মহমেডান কোচ আন্দ্রে চেরনিশভ।
ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিপক্ষ এফসি গোয়াকে সমীহ করলেন চেরনিশভ। তিনি বলেছেন, "আমরা ফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে খেলব, যা ভারতের অন্যতম সেরা দল। আমার মনে হয় দুই বছর আগে ওরা এই টুর্নামেন্ট জিতেছিল এই একই দল নিয়ে। এটা দলের জন্য ভালো।"
এরপর চেরনিশভ বলেন, "আমরা জানি এফসি গোয়া বেশ শক্তিশালী, কিন্তু ওদেরও কিছু সমস্যা রয়েছে যা আমরা জানি, এবং আমরা এই ম্যাচটি নিয়ে ভালো প্রস্তুতি চাইছি। আমরা আমাদের খেলোয়াড়দের বোঝাব কিভাবে খেলতে হবে, ওদের শক্তিশালী জায়গা কোনটি আর কোনটি ওদের দূর্বলতা।"
এদিকে ঐতিহ্যশালী এই টুর্নামেন্টে নেই কলকাতার দুই প্রধান এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল। তবে এদের অনুপস্থিতি নিয়ে ভাবছেনই না রাশিয়ান কোচ। তিনি বলেছেন, "যদি কিছু ক্লাব খেলতে না চায় তাহলে তাতে আমাদের সমস্যা নেই। আমরা ঐ দলগুলিকে নিয়ে কথা বলতে চাই না কারণ কলকাতায় আরও অনেক ভালো ক্লাব রয়েছে।"
শেষে ডুরান্ড কাপের ভবিষ্যৎ নিয়ে চেরনিশভের বার্তা, "ডুরান্ড কাপ? আমার মনে হয় পরের বছর আরও কিছু শক্তিশালী দল এই টুর্নামেন্টে আসবে। এটি ভারতীয় ফুটবলের জন্য ভালো হবে যদি আরও কিছু শক্তিশালী ক্লাব এই টুর্নামেন্ট খেলে।"