ফাইনালে সমর্থকদের সুন্দর ফুটবল উপহার দিতে চান মহমেডান হেডস্যার আন্দ্রে চেরনিশভ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মহমেডান স্পোর্টিংয়ের কোচ হিসেবে এসে বেশ সাফল্য অর্জন করছেন আন্দ্রে চেরনিশভ। ইতিমধ্যেই ডুরান্ড কাপের ফাইনালে সাদা-কালো ব্রিগেডকে তুলেছেন রাশিয়ান কোচ, যদিও এফসি গোয়ার কাছে হেরে যায় তারা। এবার কলকাতা লিগের ফাইনালে দাপটের সাথে উঠেছে মহমেডান স্পোর্টিং।
আগামী ১৮ নভেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে রেলওয়ে এফসির বিরুদ্ধে নামবে মহমেডান। দীর্ঘ আড়াই দশক পর কলকাতার সেরা দল হওয়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বলছেন চেরনিশভ? মহমেডান স্পোর্টিং মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নিজের কথা তুলে ধরলেন ব্ল্যাক প্যান্থার্সের হেডস্যার।
মরশুমের মাঝে কিছুটা খারাপ ফর্মের মধ্যে দিয়ে গিয়েছিল মহমেডান স্পোর্টিং, তবে সেখান থেকে অসাধারণ ফর্মে ফিরেছে, এটি কিভাবে সম্ভব? এই নিয়ে চেরনিশভ বলেছেন, "আমরা মরশুমের দ্বিতীয় ফাইনালে উঠেছি খেলোয়াড়, কোচ, কর্মী ও টিম ম্যানেজমেন্টের দৌলতে। আমাদের কিছু মুশকিল সামনে এসেছিল যখন আমাদের সামনে ব্যস্ত সূচি ছিল। কখনও আমাদের এক দিন অন্তর খেলতে হত। কিছু ম্যাচে, বাজে রেফারিংয়ের শিকার হয়েছিলাম। কিন্তু আমরা আতঙ্কিত হইনি এবং সমস্যাটি বুঝেছিলাম। তার পর সেটির সমাধান করে, আমরা ভালো ফল আনতে বাধ্য করেছি।"
দীর্ঘ এক মাসের বিরতির পর তিনটি প্রস্তুতি ম্যাচের মাধ্যমে দলকে দেখে নিয়েছেন চেরনিশভ। কিন্তু এই প্রস্তুতি ম্যাচগুলির পর কতটা তৈরি মহমেডান? এই নিয়ে চেরনিশভ বলেছেন, "খেলোয়াড়রা বিশ্রাম নিয়েছে এবং তারা আবারও ভালো কাজ করেছে। আমার মনে হয় ওরা একটি ভালো খেলা দেখাতে তৈরি এবং আগামীকালের ম্যাচের জন্য জয় পেতে মরিয়া।"
খেতাব জেতা নিয়ে সাদা-কালো সমর্থকদের প্রত্যাশা চরমে। তাদের এই প্রত্যাশা নিয়ে চেরনিশভ বলেছেন, "আমি খুশি যে আমাদের এত ভালো সমর্থক রয়েছে, ওরা আমাদের অসাধারণ সমর্থন যোগান। আমরা তাদের ভালো ফলাফল ও সুন্দর খেলার মাধ্যমে স্বাগত জানাতে চাই। জান জান মহমেডান।"