ময়দানের পিতাকে হারিয়ে আবেগে বিহ্বল আলভিটো ডি কুনহা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সুভাষ ভৌমিক একজন ফুটবলার হিসেবে সর্বকালের অন্যতম সেরা তো ছিলেনই, কিন্তু একজন কোচ হিসেবেও অনন্য সাধারণ হয়ে উঠেছিলেন। এবং তাঁর প্রয়াণে পুরো ভারতীয় ফুটবলমহল অত্যন্ত হতাশ।
এই পরিস্থিতিতে এবার নিজের আর এক বাবাকে হারিয়ে শোকস্তব্ধ প্রাক্তন ফুটবলার আলভিটো ডি কুনহা। নিজের বাবা ছাড়াও এই ফুটবল জগতে আলভিটোর পিতৃসম ছিলেন সুভাষ ভৌমিক। গোয়ার এক তরুণ ছেলেকে ইস্টবেঙ্গলে নিজের হাতে গড়েপিঠে তৈরি করেছেন সুভাষ, আর সেই তরুণ ছেলেই আজকের আলভিটো ডি কুনহা।
এখন গুরুর এই প্রয়াণে স্বভাবতই শোকার্ত আলভিটো। ভিডিও বার্তায় আলভিটো জানিয়েছেন, "আজকে আমাদের সবার জন্যে একটি খুব খারাপ দিন। আমাদের সবার প্রিয় সুভাষ ভৌমিক আজ আমাদের মধ্যে নেই। আমার কাছে সুভাষ ভৌমিক শুধু একজন ভালো কোচ বা ফুটবলার ছিলেন না, আমার বাবার মত ছিলেন।"
"আমার কষ্ট হচ্ছে, আরও বেশি কষ্ট হচ্ছে যে আমি ওনাকে শেষ শ্রদ্ধার্ঘ্য দিতে পারছি না। আমি গোয়াতে রয়েছি, উনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি ওনার আত্মার শান্তি কামনা করছি এবং প্রার্থনা করছি যেন ঈশ্বর ওনার পরিবারকে সাহস যোগান, ওনারা সব থেকে বেশি কষ্ট পেয়েছেন। উনি একজন ভালো মানুষ, একজন ভালো ফুটবলার, একজন ভালো কোচ - সব মিলিয়ে একজন পরিপূর্ণ মানুষ ছিলেন। আজ আমি ওনায় খুব মিস করছি।"