পুরুষ ফুটবল বিশ্বকাপে ইতিহাস, এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্বে কেবল মহিলা রেফারিরাই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্তিম রাউন্ড শুরু হয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, কারণ শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা রয়েছে অধিকাংশ দলেরই। এই পরিস্থিতিতে অন্তিম রাউন্ডের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ঘটতে চলেছে ইতিহাস।
আগামী ২ ডিসেম্বর, শুক্রবার মুখোমুখি হবে জার্মানি ও কোস্টারিকা। আর সেই ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকবে কেবল মহিলারাই। এই ম্যাচের মুখ্য রেফারি হবেন স্টেফানি ফ্র্যাপার্ট, যিনি মেক্সিকো বনাম পোল্যান্ড ম্যাচে চতুর্থ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এদিকে স্টেফানির দুই সহকারী হিসেবে থাকবেন নেউজা ব্যাক ও ক্যারেন ডিয়াজ। এই প্রথমবার পুরুষ ফুটবল বিশ্বকাপের কোনও ম্যাচে পরিচালনার দায়িত্বে শুধু মহিলারাই থাকবেন।
এই ম্যাচটি জার্মানির কাছে মরণ বাঁচন একটি ম্যাচ। তবে পরের রাউন্ডে যাওয়ার জন্য পরিস্থিতি পুরোপুরি হাতে নেই জার্মানির। শুধু কোস্টারিকাকে হারালেই হবে না, আশা রাখতে হবে যেন স্পেন হারায় জাপানকে। তবেই শেষ ষোলোয় উঠতে পারবে জার্মানি।