শোকজ পেলেন ইস্টবেঙ্গলের আন্তোনিও পেরোসেভিচ, পেতে পারেন কঠিন শাস্তি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ১৭ ডিসেম্বর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচ রেফারির উপর গায়ে হাত তোলায় লাল কার্ড দেখে বেরিয়ে যান। এবার সেটির জন্য কঠিন শাস্তি পেতে পারেন ক্রোয়েশীয় এই তারকা।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি মঙ্গলবার পেরোসেভিচের বিরুদ্ধে 'রেফারির উপর হিংসাত্মক আচরণ' এর ধারায় অভিযুক্ত করেছে আর এই কারণে শোকজের নোটিস দিয়েছে পেরোসেভিচের উপর। রেফারির উপর অত্যধিক বল প্রয়োগের শাস্তি দেওয়া হতে পারে পেরোসেভিচকে।
আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে শোকজের জবাব দিতে হবে পেরোসেভিচকে। আর এর ফলে ২৩ ডিসেম্বর হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচে থাকবেন না পেরোসেভিচ। যদিও শোকজের জবাবে সন্তুষ্ট না হয় ফেডারেশন, সেক্ষেত্রে ৩-৪ ম্যাচ নিষিদ্ধ থাকতে পারেন পেরোসেভিচ।