রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের শীর্ষকর্তাদের সাথে সাক্ষাৎ AIFF কর্তাদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ইউরোপ তথা বিশ্বের দুই হেভিওয়েট ক্লাব রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের শীর্ষকর্তাদের সাথে সাক্ষাৎ করেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শীর্ষকর্তারা। সেই আলোচনায় ফুটবল ও তার উন্নয়নের বিষয়ে কথা বলা হয়।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ও সচিব শাজি প্রভাকরণ সাক্ষাৎ করেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফিওরেন্তিনো পেরেজ ও সিইও জোসে অ্যাঞ্জেল স্যাঞ্জেজ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের সভাপতি এনরিকে সেরেজোর সাথে। এই দুই আলোচনায় উপস্থিত ছিলেন ফেডারেশনের ব্যবসায়িক ও বানিজ্যিক বিভাগের প্রধান পৃথ্বীজিৎ দাস।
এই আলোচনা নিয়ে কল্যাণ চৌবে বলেছেন, "দুই ক্লাবের সভাপতির সাথে সাক্ষাৎ করতে পারাটা বড় সুযোগ এবং আমি দুজনকেই ধন্যবাদ জানাব এই সম্মান দেওয়ার জন্য এবং এই খেলার বিভিন্ন সমস্যা, বিশেষ করে ভারতের ফুটবলের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। আমি মুগ্ধ এখানকার শীর্ষকর্তাদের আচরণে, যারা আগামী দিনে সর্বতোভাবে ভারতীয় ফুটবলকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। খুবই অনুপ্রেরণাদায়ক একটি সাক্ষাৎ এবং এটি আমি দীর্ঘদিন মনে রাখব।"
এদিকে এই সাক্ষাৎ নিয়ে ফেডারেশনের সচিব শাজি প্রভাকরণ বলেছেন, "আমরা খোলা মনে এই বৈঠকে বসেছি এবং অনেক কিছু নিয়ে ফিরছি। এই আলোচনার মাধ্যমে ভারতীয় ফুটবলকে আরও উন্নত করার রসদ আমরা পেয়েছি। আমরা ফুটবল নিয়ে দীর্ঘ আলোচনা করেছি এবং কিভাবে এক সাথে মিলে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই নিয়ে কথা বলেছি।"