সন্তোষের সেমিতে বাংলা না ওঠায় চিন্তিত AIFF সভাপতি কল্যাণ চৌবে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার সন্তোষ ট্রফির দুটি সেমি ফাইনাল আয়োজিত হল সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে। কিন্তু দুই সেমি ফাইনালেই সেভাবে লোক হয়নি মাঠে, যা চিন্তায় ফেলেছে সর্বভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কল্যাণ চৌবেকে।
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে কল্যাণ চৌবে মনে করছেন, কেরালা বা বাংলা যদি সেমি ফাইনালে উঠত, তাহলে হয়ত লোক আরও বেশি হত মাঠে।
এই নিয়ে কল্যাণ চৌবে বলেছেন, "আমি আশা করেছিলাম কেরালা বা বাংলা সেমি ফাইনালে উঠবে। যদি তারা যোগ্যতা অর্জন করত, অনেক মানুষ এই ম্যাচ দেখতে আসত। যদি সৌদি আরবে থাকা ফুটবল সমর্থকরা মাঠে আসেন, তাহলে রাজস্ব অনেক বেশি আসত। এতে সৌদি ও ভারতের ফেডারেশনের অনেক ভালো হত।"
"এই কারণে ৬০ হাজারের স্টেডিয়াম নেওয়া হয়েছিল। কিন্তু তা হয়নি, কারণ কেরালা বা বাংলা যোগ্যতা অর্জন করেনি।"
গতবারের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন কেরালা এবারের মূলপর্বে গ্রুপে তৃতীয় স্থানে শেষ করেছে। এদিকে বাংলা গ্রুপে একটিও ম্যাচ জেতেনি। এই কারণে গতবারের দুই ফাইনালিস্ট এবারের সেমি ফাইনালে উঠতে পারেনি। ফাইনাল খেলবে মেঘালয় ও কর্নাটক।