হ্যাজার্ড-ডি ব্রুইনদের দেশে ভারতীয় ফুটবল!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবার ইডেন হ্যাজার্ড-কেভিন ডি ব্রুইনদের দেশের সাহায্য পাবে ভারতীয় ফুটবল? ভারতীয় ফুটবলের উন্নতির কাজে উঠে পড়ে লেগেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এবার বেলজিয়ামের ফুটবল সংস্থার সাথে আলোচনা সারল ফেডারেশন।
সোমবার রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি পল ভ্যান ডেন বাল্ক, সিইও পিটার বোসায়ের্ট, ফুটবল অপারেশনসের ডিরেক্টর শেলস্ত্রায়েতে এবং পরামর্শক হেদেল সাসির সাথে আলোচনা করেন ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ও সচিব শাজি প্রভাকরণ। ব্রাসেলসে হওয়া এই আলোচনার মূল বিষয় ছিল ভারতীয় ফুটবলের উন্নয়ন ও বেলজিয়াম ফুটবলের সাথে সম্পর্ক স্থাপন।
সম্প্রতি রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের শীর্ষকর্তাদের সাথে আলোচনা সারেন ফেডারেশনের সচিব ও সভাপতি। এবার বেলজিয়াম ফুটবল সংস্থার সাথে আলোচনা সারল তারা।
এই আলোচনা নিয়ে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেছেন, "ওদের দেশের অ্যাসোসিয়েশনের সাথে ভালো আলোচনা হয়েছে, যারা আমাদের নানা টেকনিকাল বিষয়ে সাহায্য করবে। বেলজিয়াম গত দশকে বিশ্ব ফুটবলকে নেতৃত্ব দিয়ে এসেছে, আর ওদের অভিজ্ঞতা গ্রহণ ভারতের জন্য বড় সুযোগ হবে।"