মহিলা ফুটবলে স্যালারি ক্যাপ আনার ঐতিহাসিক পরিকল্পনা করতে চলেছে AIFF

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী শুক্রবার নয়াদিল্লির হেড কোয়ার্টারে কার্যকরী কমিটির বৈঠকে বসবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে। আর এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। যার মধ্যে অন্যতম মহিলা ফুটবলে স্যালারি ক্যাপ আনা।
এই মুহুর্তে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ভারতীয় মহিলা লিগ এবং মহিলাদের সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে। কিন্তু এখনও অবধি কোনও বেতন কাঠামো তৈরি হয়নি মহিলা ফুটবলে। এবার পুরুষ ফুটবলের মত মহিলা ফুটবলে একটি নির্দিষ্ট স্যালারি ক্যাপ রাখার আলোচনা করবে এআইএফএফ।
সাম্প্রতিক সময়ে মহিলা ফুটবল বিশ্বজুড়ে উঠে আসছে। টিভির দর্শক থেকে মাঠের দর্শক - সব কিছুতে সংখ্যা বাড়ছে। এমনকি, ভারতের মহিলা দলও দুর্দান্ত পারফর্ম করছে। ফিফা র্যাঙ্কিংয়ে ৬১তম স্থানে থাকা মহিলা দল সম্প্রতি কিরগিজস্থানকে দুই ম্যাচ মিলিয়ে ৯-০ ফলে হারিয়ে মহিলা অলিম্পিক যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় পর্বে উঠেছে।
এমনকি, বেশ কিছু ভারতীয় মহিলা ফুটবলার বিদেশের ক্লাবেও খেলছে। প্রথম ভারতীয় হিসেবে মনীষা কল্যাণ গত বছর উয়েফা মহিলা চ্যাম্পিয়ন্স লিগ খেলেছিলেন। পাশাপাশি ভারতে জন্মানো প্রথম ফুটবলার হিসেবে ইউরোপের শীর্ষস্থানীয় লিগ জেতার কৃতিত্ব অর্জন করেন মনীষা, যখন তিনি অ্যাপোলোন লেডিস এফসির হয়ে সাইপ্রট ফার্স্ট ডিভিশন জিতেছিলেন।