সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করার হুঁশিয়ারি দিল ফিফা-এএফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও যেন ভারতীয় ফুটবলে ঘোর অশনি সংকেত এসে হাজির হল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নয়া সংবিধান ও নির্বাচনের বিষয়ে সুপ্রিম কোর্ট নিজের রায় জানিয়েছিল। কিন্তু এবার সেই রায়ের ভিত্তিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করার হুঁশিয়ারি দিল ফিফা ও এএফসি।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী সাধারণ সচিব সুনন্দ ধরকে শুক্রবার যৌথভাবে চিঠি পাঠান ফিফা ও এএফসির সচিব যথাক্রমে ফাতমা সামোরা ও জন উইন্ডসর। তাদের বক্তব্য, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উপর তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কিছুতেই মেনে নেবে না ফিফা-এএফসি। এবং এমনটা হলে, ফেডারেশনকে সাসপেন্ড করা হবেই, পাশাপাশি আসন্ন অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপও সরিয়ে নিয়ে যেতে পারে ফিফা।
এই চিঠিতে জানানো হয়েছে, সম্প্রতি ফেডারেশনের সংবিধান ও নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় প্রকাশ করেছে, সেই রায়ের কপি আগামী ৯ আগস্টের মধ্যে পাঠাতে হবে ফিফার দপ্তরে।
গত বেশ কয়েক দিন আগে ফিফা ও এএফসির প্রতিনিধি দল এসেছিলেন ভারতে। সেখানে রাজ্য ফুটবল সংস্থা ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সাথে তাদের কথা হয়। সেই বৈঠকগুলিতে নির্বাচন সংক্রান্ত সংবিধান তৈরির পথপ্রদর্শক হিসেবে ডেডলাইন দিয়েছিল ফিফা ও এএফসি। সেই ডেডলাইন অনুযায়ী, আগামী ৭ আগস্টের মধ্যে নির্বাচনের সংবিধান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এবং আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করে ফেলতে হবে।
কিন্তু এই চিঠিতে ফিফা ও এএফসি জানিয়েছে, সুপ্রিম কোর্টের যে রায় বেরিয়েছে, তাতে ওরা জানতে পেরেছে যে এটি ফিফার সংবিধান না মেনে ফেডারেশনের নির্বাচনী সংবিধানে অনেক নতুন নিয়ম প্রয়োগ করা হয়েছে। এবং এটি ফিফার নিয়ম বিরুদ্ধ। যেহেতু এতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের প্রশ্ন উঠছে, ফলে নির্বাসনের সম্ভাবনা আবারও জোরালো করা হয়েছে এই চিঠির মাধ্যমে।