এ লাইসেন্স পাওয়ার পর এবার এএফসি প্রো লাইসেন্সের লক্ষ্যে রঞ্জন চৌধুরী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বাংলা ফুটবলে রঞ্জন চৌধুরী অত্যন্ত পরিচিত এক নাম। দুই প্রধানের হয়ে সুনামের সাথে প্রশিক্ষণ করিয়েছেন৷ এবার পাশ করলেন এএফসি এ লাইসেন্স।
২০২১ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২০২২ এর ১১ জুন অবধি তিনটি মডিউলে এই পরীক্ষা হয়েছে, যা স্যাভিও মেডেইরার তত্ত্বাবধানে হয়।
এই লাইসেন্স পাওয়ার জেরে আইলিগে যে কোনও দলের হেড কোচ হওয়ার যোগ্যতা অর্জন করেছেন রঞ্জন, পাশাপাশি আইএসএলে সহকারী কোচ হতে পারেন তিনি। তবে এখানেই থামছেন না ময়দানের বাঙ্গি দা।
তবে এবার এএফসি প্রো লাইসেন্সের জন্য অল আউট ঝাঁপাবার অঙ্গীকার করেছেন রঞ্জন চৌধুরী।
প্রসঙ্গত, রঞ্জন চৌধুরী সহ বাংলা থেকে এ লাইসেন্স পাশ করেছেন নীলাঞ্জন গুহ ও দীপঙ্কর বিশ্বাস।