AFCON এ জোর বিতর্ক! ৯০ মিনিটের আগেই দুবার খেলা শেষের বাঁশি বাজালেন রেফারি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই জমজমাট হয়ে উঠেছে আফ্রিকা কাপ অফ নেশনস। গ্রুপ এফ এর ম্যাচে তিউনিশিয়াকে ১-০ গোলে হারিয়েছে মালি। কিন্তু এই ম্যাচকে ঘিরে প্রচুর বিতর্ক উঠে এসেছে, আর তার কেন্দ্রে ছিলেন রেফারি জানি সিকাজয়ি।
জাম্বিয়ার এই রেফারি, যিনি ২০১৮ সালে রাশিয়ায় ফিফা বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করেছেন, তিউনিশিয়া-মালি ম্যাচের নির্ধারিত সময়ের আগেই দুবার খেলা শেষের নির্দেশ দেন। প্রথমে ৮৫ মিনিটে ম্যাচ শেষ করে দেন রেফারি, কারণ তার ঘড়ি খারাপ হয়ে গিয়েছিল।
এরপর ফের ৮৯ মিনিট নাগাদ বাঁশি বাজান জানি সিকাজয়ি। এবং সেই নির্দেশমত ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কার ও পোস্ট ম্যাচ সাক্ষাৎকারগুলি আয়োজিত হয়, কিন্তু নির্ধারিত সময় এখনও বাকি ছিল। আর এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিউনিশিয়ার খেলোয়াড় ও কর্মকর্তারা। মাঠে নেমে পড়ে প্রতিবাদ করেন কর্তারা।
আর তা দেখে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের কর্মকর্তারা বুঝতে পারে, নির্ধারিত সময় এখনও বাকি রয়েছে। এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে বাকি মিনিটগুলি পুনরায় খেলা হবে।
এরপর সেই ঘোষণার ৪০ মিনিট পর মাঠে নামে মালির খেলোয়াড়রা, কিন্তু তিউনিশিয়ার খেলোয়াড়রা খেলতে অস্বীকার করে। এর জেরে রেফারি তৃতীয়বার খেলা বন্ধ করার নির্দেশ দেন।
এই নিয়ে তিউনিশিয়ার কোচ মন্ধের কেবাইয়ের সাংবাদিকদের বলেছেন, "খেলোয়াড়রা ৩৫ মিনিট ধরে আইস বাথ নিচ্ছিল, আর তারপর তাদের আবার ডাকা হয়েছে। আমি দীর্ঘদিন কোচিং করিয়েছি কিন্তু এমনটা আগে দেখিনি। এমনকি চতুর্থ অফিশিয়ালও ইঞ্জুরি টাইমের বোর্ড তোলার প্রস্তুতি নিচ্ছিলেন, আর তারপরেই বাঁশি বাজানো হয়েছে।"
এদিকে মালির কোচ মহমেদ মাগাসৌবা বলেছেন, "এগুলি প্রশাসনিক কিছু প্রশ্ন। আমাদের বলা হয়েছিল মাঠে ফিরে যেতে কারণ ম্যাচটি শেষ হয়নি। তবে দুর্ভাগ্যবশত প্রতিপক্ষ দল মাঠে ফিরতে চায়নি এবং শেষ বাঁশি বাজানো হয়েছে।"
ম্যাচের কথা বললে, পেনাল্টি থেকে মালিকে এগিয়ে দেন ইব্রাহিমা কোনে। কিন্তু তার ১৩ মিনিট পর পেনাল্টি পায় তিউনিশিয়া। তবে ওয়াহবি খাজরির পেনাল্টি শট সেভ করে দেন গোলকিপার ইব্রাজিমা মৌনকোরো।