মালদ্বীপে স্থগিত এএফসি কাপের গ্রুপ লিগের ম্যাচ, এটিকে-মোহনবাগানকে চিঠি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে জল্পনার অবসান, স্থগিত হতে চলেছে এএফসি কাপের গ্রুপ ডি এর ম্যাচগুলি। এই গ্রুপের সেন্ট্রালাইজড ভেন্যু হিসেবে মালদ্বীপকে বাছা হয়েছিল, কিন্তু এটিকে-মোহনবাগানের দুই খেলোয়াড়ের করোনা হওয়া এবং বেঙ্গালুরু এফসির কোয়ারেন্টিন ভঙ্গ নিয়ে যাবতীয় জল্পনায় কঠিন সিদ্ধান্ত নিল মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন।
এই নিয়ে এবার গ্রুপ ডি এর তিন দল অর্থাৎ বসুন্ধরা কিংস, মাজিয়া ও এটিকে-মোহনবাগান এবং প্লে অফসের দুই দল ক্লাব ঈগলস এবং বেঙ্গালুরু এফসিকে চিঠি পাঠিয়েছে মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন। এই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ১১ মে থেকে ২০ মে হওয়া এএফসি কাপের গ্রুপ পর্যায়ের যাবতীয় ম্যাচ স্থগিত করা হবে।
বেঙ্গালুরু এফসির কোয়ারেন্টিন ভঙ্গের খবর আত্মপ্রকাশ হওয়ার পর এএফসিকে প্লে অফস ম্যাচ বাতিল করার আবেদন জানিয়েছে মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন। এদিকে এটিকে-মোহনবাগানের দুই খেলোয়াড় প্রবীর দাস ও শেখ সাহিল করোনা আক্রান্ত, রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামস লকডাউনের জেরে অনিশ্চিত, আর অরিন্দম ভট্টাচার্যের মা করোনা আক্রান্ত হওয়ায় তিনিও যেতেন না।
এই সকল ঝামেলার জেরে এবং করোনা আবহে মালদ্বীপ না যাওয়ার জন্য এএফসিকে বারংবার ম্যাচ স্থগিতের চিঠি পাঠিয়ে এসেছে এটিকে-মোহনবাগান। এবার কার্যত সবুজ-মেরুণ ব্রিগেডের ইচ্ছাপূরণ হল।