জুন-জুলাইয়ে মালদ্বীপেই হবে এএফসি কাপের সাউথ জোনের স্থগিত ম্যাচগুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মে মাসে এএফসি কাপের সাউথ জোনের গ্রুপ ম্যাচ হওয়ার কথা থাকলেও বেঙ্গালুরু এফসির কোয়ারেন্টিন ভাঙা ও এটিকে-মোহনবাগানের আবেদনের ভিত্তিতে তা স্থগিত হয়ে যায়। এবার সেই স্থগিত ম্যাচগুলি আগামী জুন-জুলাই মাসে আয়োজিত করতে চলেছে এএফসি।
এদিকে করোনার কেস ক্রমেই কমে আসতে থাকায় মালদ্বীপে পূর্বনিধারিত ভাবেই আয়োজিত হবে এএফসি কাপ। আগামী ২৭ জুন বেঙ্গালুরু এফসি তাদের প্লে অফস ম্যাচ খেলবে ক্লাব ঈগলসের বিরুদ্ধে। এক নজরে দেখে নেওয়া যাক গ্রুপ লিগের পুনর্নিধারিত সময়সূচি।
২৭ জুন -
বেঙ্গালুরু এফসি বনাম ক্লাব ঈগলস (প্লেঅফস)
৩০ জুন -
বসুন্ধরা কিংস বনাম মাজিয়া
এটিকে-মোহনবাগান বনাম বেঙ্গালুরু / ঈগলস
৩ জুলাই -
মাজিয়া বনাম এটিকে-মোহনবাগান
বসুন্ধরা কিংস বনাম বেঙ্গালুরু / ঈগলস
৬ জুলাই -
মাজিয়া বনাম বেঙ্গালুরু / ঈগলস
বসুন্ধরা কিংস বনাম এটিকে-মোহনবাগান