সেন্ট্রালাইজড ভেন্যুতে এই ফর্ম্যাটে হবে এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্ব, ঘোষিত ম্যাচের দিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন ২০২৩ এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের ফর্ম্যাটে বড় পরিবর্তন আনল এশিয়ান ফুটবল কনফেডারেশন। করোনা অতিমারির জেরে হোম-অ্যাওয়ে ভিত্তিতে নয়, বরং সেন্ট্রালাইজড ভেন্যুতে হবে এই যোগ্যতা অর্জন পর্ব। বিবৃতির মাধ্যমে বুধবার এমনটাই জানিয়েছে এএফসি।
আগামী ২০২৩ সালের ১৬ জুন থেকে ১৬ জুলাই চীনে আয়োজিত হবে এএফসি এশিয়ান কাপ। আর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি হবে আগামী বছরের জুন মাসের ৮, ১১ ও ১৪ তারিখে। এবং ম্যাচগুলি হবে একক ম্যাচের রাউন্ড রবিন ফর্ম্যাটে, অর্থাৎ গ্রুপে প্রতিটি দল নিজেদের মধ্যে একটি করে ম্যাচ খেলবে।
২৪টি দল নিয়ে হবে আগামী ২০২৩ সালের এশিয়ান কাপের মূলপর্ব। ২০১৯ সালের চ্যাম্পিয়ন কাতার ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করে নিয়েছে, বাকি ২৩টি স্থানের জন্য লড়াই হবে।