২০২৩-২৪ এএফসির সমস্ত টুর্নামেন্টে কতগুলি ভারতীয় ক্লাব খেলবে? জানুন বিস্তারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ঘোষণা করে, আসন্ন ২০২৩-২৪ এএফসি টুর্নামেন্টে মোট তিনটি স্লট পেয়েছে ভারত। এই তিনটি স্লট হল এএফসি চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্ব, এএফসি কাপ গ্রুপ পর্ব ও এএফসি কাপ প্রাক পর্ব।
২০২৩-২৪ এএফসি চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জনের ম্যাচ খেলা হবে আগামী ৪ এপ্রিল খেলা হবে। এই ম্যাচটি খেলবে ২০২১-২২ আইএসএল লিগ শিল্ড জয়ী জামসেদপুর এফসি ও ২০২২-২৩ লিগ শিল্ড চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি।
এদিকে ২০২৩-২৪ এএফসি কাপের গ্রুপ পর্বে কারা খেলবে, সেটি নির্ধারণের পথ দেখিয়েছে এআইএফএফ। ২০২১-২২ আইলিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসির সাথে ২০২৩ সুপার কাপ চ্যাম্পিয়ন দলের মধ্যে হবে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ, যা ২৯ এপ্রিল খেলা হবে।
এবার যদি সুপার কাপ জয়ী দল এএফসি চ্যাম্পিয়নস লিগে আগেই যোগ্যতা অর্জন করে ফেলে, তাহলে নতুন করে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলার দরকার নেই। সেক্ষেত্রে সরাসরি এএফসি কাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করবে গোকুলাম।
শেষে আসছে এএফসি কাপ প্রাক পর্ব। এই পর্যায়ে যোগ্যতা অর্জনের লড়াই হবে ২০২১-২২ আইএসএল চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ এফসি ও ২০২২-২৩ আইএসএল চ্যাম্পিয়নের মধ্যে (এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচের জয়ী)। এই ম্যাচটি হবে আগামী ৩ মে।
এবার যদি হায়দ্রাবাদ এফসি বা ২০২২-২৩ আইএসএল চ্যাম্পিয়ন সরাসরি এএফসি কাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করে ফেলে, তাহলে অপর দলটি সরাসরি এএফসি কাপের প্রাক পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।