বাংলা থেকে ভবিষ্যতের তারকাদের অন্বেষণে শুরু হতে চলেছে স্কুল ফুটবল টুর্নামেন্ট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক স্কুল ফুটবল থেকে ভবিষ্যতের তারকাদের খুঁজে পেতে আবারও চালু হতে চলেছে এই বিশেষ টুর্নামেন্ট, যার নাম কলকাতা স্কুল ফুটবল লিগ। ২০১৮ ও ২০১৯ সালে সফলভাবে আয়োজন করার পর দুই বছর করোনার জেরে বিরতি আসে এই টুর্নামেন্টে।
এবার ২০২২ সালে আবারও চালু হতে চলেছে এই স্কুল ফুটবল প্রতিযোগিতা। স্পোর্টস কানেক্টের আয়োজনে ও আইটিসির স্পনসরশিপে এই বছর কলকাতার ৩২টি দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। বৃহস্পতিবার কলকাতার আইসিসিআর গৃহে এবছরের টুর্নামেন্টের উদ্বোধন হল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, ভবানীপুর ক্লাবের সচিব সৃঞ্জয় বোস ও তারকা গোলকিপার সুব্রত পাল।
এই টুর্নামেন্টের উপদেষ্টা কমিটিতে নিযুক্ত হয়েছেন সাংবাদিক অরুণ সেনগুপ্ত সহ মনোরঞ্জন ভট্টাচার্য, ভাষ্কর গাঙ্গুলি, প্রশান্ত ব্যানার্জি, দেবাশিস মুখার্জির মত দিকপাল ফুটবলাররা। এদিকে এই টুর্নামেন্টে ৩২টি দলকে দিশা দেখাবেন আটজন মেন্টর।
এই মেন্টররা হলেন, কৃষ্ণেন্দু রায়, রহিম নবি, তরুণ দে, অলোক মুখার্জি, মিহির বোস, বিকাশ পাঁজি, অচিন্ত্য বেলেল ও অমিত ভদ্র। এই আট প্রখ্যাত খেলোয়াড়েরা প্রত্যেকে চারটি করে দলের মেন্টর হবেন।
আগামী ২২ জুলাই থেকে ১২ আগস্ট এনকেডিএ স্টেডিয়ামে এই প্রতিযোগিতার খেলাগুলি আয়োজিত হবে। যে ৩২টি স্কুল এই প্রতিযোগিতায় খেলবে, সেগুলি হল -
2. La Martinière for Boys
3. St. Thomas' Boys' School, Kidderpore
4. Ramakrishna Mission Vidyalaya, Narendrapur
5. Patha Bhavan
6. St. Thomas' Day School, Mirza Galib St.
7. Jadavpur Vidyapith (H.S.)
8. The Scottish Church Collegiate School
9. The Frank Anthony Public School
10. Calcutta Boys' School, Main Branch
11. Mother International School, Konnagar
12. Delhi Public School Ruby Park
13. Aditya Academy Sr. Secondary (Dumdum)
14. Army Public School, Barrackpore
15. Kendriya Vidyalaya Barrackpore
16. Albany Hall Public School
17. Salt Lake School (English Medium)
18. Metropolitan Institution (Main)
19. St. Francis Xavier School
20. Julien Day School, Ganganagar
21. Aditya Academy Secondary, Barasat
22. G.D Goenka Public School ,Dakshineshwar
23. Nava Nalanda School
24. Bansdroni Chakdah Vidyamandir H.S
25. Gangapuri Siksha Sadan (H.S)
26. Jadavpur N.K.Pal Adarsha Sikhshaniketan
27. North Point Senior Secondary Boarding School
28. Maria Memorial High School
29. Kalyani Public School Saltlake
30. JRS Public School
31. Jyotirmoy Knowledge Park
32. Kalyani Central Model School, Kalyani