সপ্তমীতে পুলিশ পর্যাপ্ত নেই, তাই দর্শক শূন্য মাঠেই মহামেডানের কলকাতা লিগ সেমিফাইনাল ম্যাচ। প্রতিপক্ষ ইউনাইটেড

রিপোর্ট, এক্সট্রা টাইম বাংলা: কাল খেলা হচ্ছে, কলকাতা প্রিমিয়ার লীগের সেমিফাইনাল, কল্যাণী তে মুখোমুখি মোহামেডান স্পোর্টিং আর ইউনাইটেড স্পোর্টস। তবে পুজোর জন্যে খেলা হবে দর্শক শূন্য মাঠে। ষষ্ঠীর দুপুরে আইএফএ অফিসে ফাইনালিস্ট রেলওয়ে এফসি কর্তা রাজু দত্ত উপস্থিত ছিলেন, ছিলেন ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য, আলোকেশ কুন্ডু এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে মহম্মদ কামারুদ্দিন এবং দানিশ ইকবাল। কল্যাণী স্টেডিয়াম কতৃপক্ষের পক্ষে ডঃ নিলিমেশ রায়চৌধুরী আগেই জানিয়েছিলেন, ম্যাচ করা সম্ভব কিন্তু দর্শক প্রবেশ করলে যে পরিমাণ পুলিশ দেওয়ার সেটা সম্ভব নয় এই পুজোর সময়। ফলে পর্যালোচনার মিটিং শেষে সেমিফাইনাল আগামীকালই এবং ফাইনাল আগামী আঠেরোই অক্টোবর, ২০২১ এবং
দর্শকশূন্য মাঠেই মহামেডান ও ইউনাইটেড ম্যাচ হচ্ছেই। কল্যানীতে সপ্তমীর বিকেলেই কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের সেমিফাইনাল।
তবে ফাইনাল দর্শকের সামনে যুবভারতীতে করার ভাবনা রয়েছে।