দশ জনের বাংলাদেশকেও হারাতে পারলোনা ইগর স্তিম্যাসের ভারত

মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপের খেলায় ভারত-বাংলাদেশ ম্যাচ ১-১ গোলে ড্র। ম্যাচের শুরু থেকেই ভারত ভালো খেলছিল। পোজেশনাল ফুটবলে বল নিয়ন্ত্রণ ছিল ৬৮%। ২৬ মিনিটে উদান্তার পাশ থেকে দুর্দান্ত গোল করেন সুনীল ছেত্রী। তারপর ম্যাচ ছিল ভারতের পক্ষে। কিন্তু এর মাঝে বাংলাদেশ বেশ কয়েকবার কাউন্টার এটাকে বেশ চাপে ফেলেছিল ভারত কে। এর মাঝে দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশের বিশ্বনাথ ঘোষ নিশ্চিত আটকালেন লিষ্টন কোলাসোকে। অবধারিত লাল কার্ড। লালকার্ড দেখলেন বিশ্বনাথ। দশ জনের বাংলাদেশ তারপর মরণপণ লড়াই দিল ভারতের বিরুদ্ধে। ১০ জন খেলা অবস্থাতেই আরাফাত এটিকে মোহনবাগানের শুভাশীষ বোসের সামান্য ভুলের সুযোগ নিয়ে গোল করে চলে গেলেন। ১০ জনের বাংলাদেশকে বাগে পেয়ে ও ম্যাচ জিততে পারলো না ভারত। পরবর্তী হিসেবে রহিম আলী, আপুইয়ারা নামলেও সুযোগ কাজে লাগাতে পারলেন না।