এসসি ইস্টবেঙ্গলের গোল মেশিন পৌঁছে গেলেন গোয়ায়: ড্যানিয়েল চিমা

রিপোর্ট,এক্সট্রা টাইম বাংলা: একে একে প্রায় সবাই এসে গেলেন, এবার অনুশীলনে নামার অপেক্ষা! গত সপ্তাহে গোয়া পৌঁছেছেন মহম্মদ রফিক, অঙ্কিত মুখার্জি, হীরা মণ্ডলরা। লাল-হলুদের নতুন কোচ ম্যানুয়েল দিয়াস ও তাঁর সহকারীরা আগেই পৌঁছে গিয়েছিলেন। দলে যোগ দিয়েছেন ইটালির লাজ়িয়োয় খেলা ডিফেন্ডার ফ্র্যানিয়ো পর্চে।
এসসি ইস্টবেঙ্গলের নতুন বিদেশি আমির দেরভিসেভিচ ও টমিস্লাভ মার্সেলাও দলের সঙ্গে যোগ দিয়েছেন একসপ্তাহের বেশি। অনূর্ধ্ব-১৫, ১৬ ও ১৭ নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে খেলা ড্যারেন সিডওয়েলে ইতিমধ্যেই গোয়ায় প্রবেশ করেছেন। আমস্টারডাম বিমানবন্দরে তাঁকে প্রিয় ক্লাবের পতাকা দিয়ে শুভেচ্ছা জানান লাল-হলুদ সমর্থকরা। সিডওয়েল অভিভূত হয়েছেন নিঃসন্দেহে। তবে ড্যানিয়েল চিমা কবে গোয়া পৌঁছচ্ছেন তা নিয়ে দোলাচল ছিলই। এবার প্রতীক্ষার অবসান দলে শুভ ষষ্ঠীর সকালেই যোগ দিলেন ড্যানিয়েল চিমা চুকু। সেই সঙ্গে খুশির খবর জানাল এসসি ইস্টবেঙ্গল।
গোয়া পৌঁছে গেলেও অনুশীলন শুরু করতে আট দিন বাধ্যতামূলক কোয়রান্টিনে থাকতে হয়েছে সবাইকে। টিমের অধিকাংশের এমন কি কোচ মানলো দিয়াজও করেন্টাইন মুক্তির পথে। এবার অনুশীলনে নামবে এসসি ইস্টবেঙ্গল। গত মরসুমে টিম হোটল থেকে অনুশীলন মাঠের দূরত্ব বেশি থাকায় যাতায়াতে অনেক সময় নষ্ট হয়েছিল, তাই টিম হোটেলের কাছেই মাঠের ব্যবস্থা করেছেন এসসি ইস্টবেঙ্গল কতৃপক্ষ। অষ্টম আইএসএলে লাল-হলুদের প্রথম ম্যাচ ২১ নভেম্বর। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। তার আগে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে কোচ মানলোর।