এবার সিনেমার বাইরে ফুটবল খেলবেন সুপারস্টার দেব

আগামী ১০ অক্টোবর রিলিজ ডেট গোলন্দাজের। তার আগে বড় সড় প্রমোশন বলা যেতে পারে।
ফুটবল খেলতে নামছেন খোদ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী অর্থাৎ সুপারস্টার দেব ‘গোলন্দাজ’ সিনেমায় তাঁর দল নিয়ে আগামী বুধবার দেশপ্রিয় পার্কে পুজো ফুটবলে খেলতে নামবেন আইএফএ একাদশের বিরুদ্ধে।
দুর্গাপুজোর মধ্যেই এবার অভিনব ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে আইএফএ। যেখানে পুজো কমিটিরা ফুটবল-যুদ্ধে নামবে। চারশোটা পুজো কমিটির মধ্যে লটারির মাধ্যমে ৩২টা টিমকে বেছে নেওয়া হয়েছে।
আইএফএ দলের কোচ নির্বাচিত হয়েছেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। টিমে খেলার কথা ভট্টাচার্য, তনুময় বসু, অলোক মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু রায়, রহিম নবিদের।