ব্রাভোকে টপকে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন যুজবেন্দ্র চাহাল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে, অন্যদিকে সঞ্জু স্যামসনের দল তাদের শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে। আর এই ম্যাচেই রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল তৈরি করলেন নয়া ইতিহাস।
চেন্নাই সুপার কিংসের প্রাক্তন খেলোয়াড় ব্রাভোর উইকেট সংখ্যা ছিল ১৮৩ টি। এবার কেকেআর অধিনায়ক নীতিশ রানার উইকেট নিয়ে চাহাল এখন আইপিএলে ১৮৪ টি উইকেটের মালিক। এর সঙ্গে সঙ্গেই ডানহাতি এই লেগ স্পিনার আইপিএলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে গেলেন। যা যুজবেন্দ্র চাহালের জন্য এক ভিন্ন মুহূর্ত।
প্রসঙ্গত চাহাল প্রথম তাঁর আইপিএল ক্যারিয়ার শুরু করেন মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে। তারপর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে চলে যান যেখানে তিনি পরিচিতি লাভ করেন এবং তিনি বর্তমানে রাজস্থান রয়্যালস দলের শীর্ষস্থানীয় স্পিনার এবং দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।