এই সুপারস্টারকে বাদ দেওয়ায় কলকাতা নাইট রাইডার্সের উপর হতবাক যুবরাজ সিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের কাছে চার উইকেটে হারতে হয় কলকাতা নাইট রাইডার্সকে। আর এই ম্যাচে নামার আগে তিনটি পরিবর্তন নিয়ে নামে কলকাতা, যা নিয়ে ভ্রূ কুঁচকেছিল অনেকেরই।
তবে যেটি সব থেকে অবাক করার, তা হল অজি তারকা প্যাট কামিন্সকে না খেলানো। কলকাতা নাইট রাইডার্সের এই ম্যাচ উইনারকে গত দুই ম্যাচে খেলায়নি নাইটরা, আর দুই ম্যাচেই হারতে হয়েছে তাদের। এবার কামিন্সকে না খেলানো নিয়ে কেকেআরের উপর প্রশ্ন তুললেন প্রখ্যাত ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং।
নিজের টুইটারে যুবরাজ সিং কার্যত অবাক হয়ে জানিয়েছেন, প্যাট কামিন্সের মত ম্যাচ উইনারকে কেন বসিয়ে রেখেছে কলকাতা? এই নিয়ে যুবরাজ লিখেছেন, "আমি খুবই হতবাক প্যাট কামিন্সকে বসতে দেখে, যদি না সে চোটগ্রস্থ হয়? বিশ্বমানের অলরাউন্ডার। যদি কারোর ২-৩টি ম্যাচ খারাপ হয়, তার মানে এই নেই যে আপনি আপনার ম্যাচ উইনারদের প্রতি বিশ্বাস হারাবেন। কারণ ওরা আপনাকে টানা তিন ম্যাচ জিতিয়েও আসতে পারে। এটা আমার মত।"
চার ম্যাচে কামিন্সের ব্যাট থেকে একটিই ভালো ইনিংস এসেছে, যা মুম্বইয়ের বিরুদ্ধে ১৫ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস। তবে বল হাতে কেবল চার উইকেট তুলেছেন, ইকোনমি রেট ১২ এর কাছাকাছি!