টেস্ট ক্রিকেটে সেরা দশে উঠলেন রোহিত শর্মা, বড় উন্নতি যশস্বীর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অভিষেক টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেছেন তরুণ ভারতীয় বাঁ হাতি ব্যাটার যশস্বী জয়সওয়াল। আর এর পুরষ্কার পেয়েছেন মুম্বাইকার।
আরও পড়ুন - ৮ রানে ৭ উইকেট! টি২০ আন্তর্জাতিকে বিশ্বরেকর্ড গড়লেন এই অনামী পেসার
সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১১ ধাপ উঠে ৬৩তম স্থানে এসেছেন যশস্বী জয়সওয়াল। প্রথম টেস্টে শতরানের পর দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ৫৭ ও ৩৮ রান করেছেন যশস্বী।
এদিকে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৭৫৯ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নের সাথে নবম স্থানে উঠে এসেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে রোহিত দুই ইনিংসে ৮০ ও ৫৭ রান করেছেন।
এদিকে চোট পেয়ে থাকা ভারতীয় উইকেটকিপার ঋষভ পন্থ এক ধাপ নেমে ৭৪৩ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে রয়েছেন। এদিকে ৭৩৩ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে রয়েছেন বিরাট কোহলি।
আরও পড়ুন - পরিবর্তিত হতে পারে বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণের তারিখ
বোলারদের কথা বললে, অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৮৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। এদিকে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সিরাজ। ৭৮২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছেন জাদেজা। অন্যদিকে ছয় ধাপ উঠে ৩৩তম স্থানে এসেছেন সিরাজ।
আর টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ দুই স্থানে যথাক্রমে রয়েছেন জাদেজা ও অশ্বিন। আর পঞ্চম স্থানে রয়েছেন অক্ষর প্যাটেল।