টেনিস ক্রিকেটে বাংলার গর্ব সাগর আলির বাবা-মাকে সম্মান জানাতে এক্সট্রা টাইমের বিশেষ উদ্যোগ 'তুমি না থাকলে'

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বাংলার ক্রিকেট বলতে আমরা বুঝি সৌরভ গাঙ্গুলি বা ঝুলন গোস্বামী, খুব বেশি হলেন ঋদ্ধিমান সাহা বা অভিষেক পোড়েল। কিন্তু এমন একজন বাঙালি ক্রিকেটার রয়েছেন, যার জনপ্রিয়তা আকাশছোঁয়া। তিনি হলেন সাগর আলি। ভারতীয় টেনিস ক্রিকেটের অন্যতম বড় মুখ হলেন সাগর। সম্প্রতি ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে ৪৯৩ রান করে প্রতিযোগিতার সেরা হয়েছেন মেমারির সাগর।
২৭ বছরের সাগরের কেরিয়ার শুরু কিন্তু ডিউজ বলের ক্রিকেটেই। মেমারির কাশিয়াড়া গ্রামের সাগর প্রথম পেশাদারি ক্রিকেট খেলেন বিএনআর রিক্রিয়েশন ক্লাবে। এরপর রেঞ্জার্স, ইউনিয়ন স্পোর্টিং, টাউন ও রাজস্থানে খেলেছেন, সুযোগ পেয়েছিলেন বাংলার অনুর্ধ্ব-১৬ দলেও। কিন্তু ভালো পারফর্ম করেও সেভাবে জায়গা পেতেন না, যার ফলে টেনিস বলের ক্রিকেটে চলে যাওয়া।
এই পরিবর্তনটা সহজ ছিল না সাগরের জন্য। কিন্তু এক্ষেত্রে সাগরের পাশে দাঁড়ান তার বাবা শেখ আমানত আলি ও মা মমতাজ বেগম। সাগরের আজকের সাফল্যের পিছনে যে দুই মানুষের ভূমিকা অনস্বীকার্য, তাদের সম্মান জানাতে চলেছে এক্সট্রা টাইম। আগামী ১ জুন আন্তর্জাতিক অভিভাবক দিবস উপলক্ষ্যে কলকাতা ঐতিহ্যমন্ডিত টাউন হলে আয়োজিত হবে বিশেষ একটি অনুষ্ঠান - 'তুমি না থাকলে', উপস্থাপনায় রুবি জেনারেল হসপিটাল। যেখানে বাংলার সফল ক্রীড়াবিদদের বাবা-মায়েদের সম্মানিত করা হবে। এই বছর সাগর আলির বাবা শেখ আমানত আলি ও মা মমতাজ বেগমকে সম্মানিত করা হবে।