WTC Final : অ্যাডিডাসের নতুন জার্সি পড়েই কি অনুশীলন করলেন বিরাট কোহলি?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর মাত্র ছয় দিন পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত। তারই অনুশীলনে জোরকদমে নেমে পড়েছে ভারতীয় দল। এদিকে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা উদগ্রীব, ফাইনালে কি জার্সি পড়ে নামবেন কোহলিরা?
বিসিসিআইয়ের নতুন কিট স্পনসর হিসেবে জনপ্রিয় আন্তর্জাতিক সংস্থা অ্যাডিডাস জুড়ে যাওয়ায় সেই উৎসাহ আরও বেড়েছে। বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জার্সি উন্মোচন করবে অ্যাডিডাস।
আরও পড়ুন - ফাঁস হল ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সির ছবি
কিন্তু তার আগে কার্যত ফাঁস হল এই নতুন জার্সি। একটি ছবিতে দেখা যায়, ব্যাটিং অনুশীলন করতে নামা বিরাট কোহলির পরনে দেখা যায় সাদা এই জার্সি।
যদিও এটিই কি ম্যাচ জার্সি, সেটি এখনও অবধি জানা যায়নি। তবে দুই কাঁধে অ্যাডিডাসের তিনটি স্ট্রাইপের লোগো দেখতে বেশ সুন্দর লাগছে।
ইতিমধ্যেই ভারতীয় দলের বাকি সদস্য ও সাপোর্ট স্টাফরা অ্যাডিডাসের প্র্যাকটিস জার্সি পড়েই অনুশীলন করছে। ২০২৮ সালের জুন মাস অবধি ভারতীয় পুরুষ, মহিলা ও অনুর্ধ্ব ১৯ দলের জার্সির কিট স্পনসর হিসেবে থাকবে অ্যাডিডাস।