জাতীয় দলে ব্রাত্য হওয়ার পর এবার আইপিএল ২০২২ নিলামেও অবিক্রিত ঋদ্ধিমান সাহা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কিছুদিন আগেই জাতীয় ক্রিকেটে চাঞ্চল্য তৈরি হয়েছিল ঋদ্ধিমান সাহাকে নিয়ে। বিভিন্ন খবর অনুযায়ী, ভারতীয় টেস্ট দলে আপাতত ভাবা হচ্ছে না ঋদ্ধিমান সাহাকে। আর সেই কারণে বাংলার রঞ্জি দল থেকে সরে দাঁড়ান ঋদ্ধি।
তবে আশা করা হয়েছিল, এবারের আইপিএল মেগা নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি তুলে নেবে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ উইকেটকিপারকে। কিন্তু শনিবার প্রথম দিনে ঋদ্ধিমানকে কিনতে আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজিই। এর জেরে প্রথম দিন অবিক্রিতই থেকে যান ঋদ্ধি।
তবে এখনও ঋদ্ধিমানের কাছে সুযোগ রয়েছে নিলামে ফিরে আসার। ফ্র্যাঞ্চাইজিরা সুপারিশ করলে দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার আবারও নিলামের টেবিলে উঠবেন ঋদ্ধি। ফলে আশা এখনও শেষ হয়নি।
শেষবার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন ঋদ্ধি। ২০২১ মরশুমে ৯ ম্যাচে ১৩১ রান করেছেন তিনি।