পড়ল শিলমোহর! বাংলা দল ছাড়লেন ঋদ্ধিমান সাহা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সরকারিভাবে বাংলা দলের সাথে খেলোয়াড়ি সম্পর্ক শেষ হল তারকা কিপার ঋদ্ধিমান সাহার। শনিবার দুপুর একটা নাগাদ ইডেন গার্ডেন্সে এসে নো অবজেকশন সার্টিফিকেটের জন্য সিএবির কাছে আবেদন করেন ঋদ্ধি।
সেই সময় উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ও যুগ্ম-সচিব স্নেহাশিস গাঙ্গুলি। জানা গিয়েছে, বার বার ঋদ্ধির কাছে শেষ অনুরোধ করেন দুই কর্তা, কিন্তু সিদ্ধান্তটি নিয়েই ফেলেছিলেন ঋদ্ধি। শেষ অবধি কার্যত বাধ্য হয়েই এনওসি দিতে বাধ্য হয় সিএবি।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋদ্ধি বলেন, “আমাকে আগে অনুরোধ করা হয়েছিল। আজকেও বার বার অনুরোধ করা হয়েছে। কিন্তু আগে থেকেই আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। তাই আজ এনওসি নিয়েই নিলাম।”
তবে কোন রাজ্যের হয়ে খেলবেন, সে নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন ঋদ্ধি। তিনি জানিয়েছেন, “এখনও সিদ্ধান্ত হয়নি। যখন ১০০ শতাংশ হবে তখন সবাই সরকারি বা বেসরকারি ভাবে ঠিকই জানতে পারবেন। আগে থেকে সরকারি ভাবে কিছু বলতে পারব না। অনেক রাজ্যের সঙ্গেই কথা চলছে। দেখা যাক কী হয়।”
বাংলা ছাড়া নিয়ে কি সৌরভ গাঙ্গুলির সাথে কথা হয়েছে? এই নিয়ে ঋদ্ধি বলেন, “ফোনে কোনও দিনই সে ভাবে আমাদের কথা হয়নি। আগে দু’একবার হয়েছে। তবে বাংলার বিষয়ে কোনও কথা হয়নি। ফোনে যখন সে ভাবে কথাই হয় না, তা হলে এটা নিয়ে আলাদা করে কথা বলতে যাবেন কেন?”
শেষে বাংলাকে শুভেচ্ছা জানিয়ে ঋদ্ধি বলেন, "বাংলার জন্য সব রকম শুভেচ্ছা থাকল। ভবিষ্যতে যদি আমাকে দরকার হয়, পরিস্থিতি ঠিকঠাক থাকে তা হলে সাহায্য করতেই পারি।”