World Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে টিম কম্বিনেশন জানিয়েই দিলেন ভারত কোচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্বকাপ ২০২৩-এ টানা টানা চতুর্থ জয় পেতে মরিয়া থাকবে ভারতীয় দল। আর তার জন্য বৃহস্পতিবার পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু প্রশ্ন হল, বাংলাদেশের বিরুদ্ধে একাদশে কোনও পরিবর্তন আনবে টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন - ছবি: বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে শেষ দিনের অনুশীলন সারল ভারতীয় দল
এই নিয়ে এবার বড় বার্তা দিলেন ভারতের বোলিং কোচ পরস মামব্রে। তিনি জানিয়েছেন, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি ও সূর্যকুমার যাদবের মত খেলোয়াড়দের বসিয়ে রাখাটা কঠিন সিদ্ধান্ত, কিন্তু দলের স্বার্থে এই কঠিন কাজটিই তাদের করতে হচ্ছে।
বুধবার অনুশীলনের আগে সাংবাদিক বৈঠকে মামব্রে বলেছেন, "গুরুত্বপূর্ণ হল এই ধারাবাহিকতাকে ধরে রাখা। এখনও অবধি, আমাদের দিক থেকে রোটেশন করার কোনও আলোচনা হয়নি। আমরা এই ধারাবাহিকতা আগামী ম্যাচেও নিয়ে যেতে চাই।"
আরও পড়ুন - শাকিব আল হাসানকে গুরুত্ব দিচ্ছেন বিরাট-হার্দিকরা!
এদিকে মহম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিনের মত তারকাদের বসিয়ে রাখা নিয়ে মামব্রে বলেছেন, "সত্যি বলতে গেলে, কাজটা একেবারেই সহজ নয়। কিন্তু এখন এই আলোচনা চলছে, আমরা ওদের সাথে স্পষ্টভাবে কথা বলেছি। যখনই আমরা দল নির্বাচন করি, আমাদের তরফ থেকে বার্তা পরিষ্কার থাকে যে আমরা নির্দিষ্ট উইকেটের জন্য সেরা দলটা বাছাই করি।"
"কখনও কখনও আপনাকে বাদ পড়তে হতে পারে। শামির মত কাউকে বাদ পড়তে হচ্ছে, অশ্বিনের মত তারকাও বাদ পড়ছেন আর আমার মনে হয় ওনাদের সাথে আমাদের এই বার্তাই হয়েছে এবং আমরা খুব স্পষ্ট ছিলাম।"
আরও পড়ুন - গুরুতর চোট পেলেন নেইমার! ভারতে ম্যাচ খেলার আগে বড় ধাক্কা
"এটি একটি কঠিন সিদ্ধান্ত, সত্যি বলতে গেলে আমরা জানি যে গুণগত মান ওনারা এই দলে আনেন। খুবই কঠিন কাজ, কিন্তু আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে, আমরা কেবল এগারোজনকে মাঠে নামাতে পারব।"