১০ জন অধিনায়কের উপস্থিতিতে আহমেদাবাদে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে আগামী ৪ অক্টোবর আহমেদাবাদের আইকনিক নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ৫ ই অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ম্যাচটি হবে। এই স্টেডিয়ামে শুধু উদ্বোধনী ম্যাচই নয়, ১৯ শে নভেম্বর ফাইনালও অনুষ্ঠিত হবে এই মাঠেই।
আরও পড়ুন: সোনাজয়ী থ্রোতেও সন্তুষ্ট নন নীরাজ, আরও ভালো করার আশ্বাস দিলেন
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি), এর কার্যকরী বোর্ডের সদস্যরা এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উদ্বোধনে অংশগ্রহণকারী ১০ টি দলের ১০ জন অধিনায়ক উপস্থিত থাকবেন। যেখানে অধিনায়কদের নিয়ে আইসিসি একটি আনুষ্ঠানিক আলাপ পর্ব আয়োজন করবে যার নাম ‘ক্যাপ্টেনস ডে’।
৪ ঠা অক্টোবর সকালের মধ্যে ১০ জন অধিনায়কই আহমেদাবাদে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। কারণ তাদের একত্রে একটি ফটো সেশনের ব্যবস্থা রয়েছে।ভারতে আয়োজিত ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশের ঢাকায় হয়েছিল, যেখানে ক্যাপ্টেনরা সুন্দরভাবে সজ্জিত রিকশায় মাঠে এসে উপস্থিত হয়েছিলেন। ভারতে আয়োজিত বিশ্বকাপে ৪ঠা অক্টোবরের অনুষ্ঠানেও রঙ, ঐতিহ্য এবং আবেগকে সামনে রাখা হবে। যাঁর বিবরণ বর্তমানে গোপন রাখা হয়েছে।