টি২০ বিশ্বকাপের সেমিতে কিভাবে যাবে ভারতের মেয়েরা? জানুন সমীকরণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ১১ রানে পরাজিত হওয়ার কারণে সেমি ফাইনালে যাওয়ার রাস্তা কিছুটা কঠিন হয়েছে ভারতীয় মহিলা দলের জন্য।
সোমবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ভারত। আর এই ম্যাচ জিতলে সেমি ফাইনাল নিশ্চিত হয়ে যাবে টিম ইন্ডিয়ার জন্য।
কিন্তু যদি আয়ারল্যান্ড অঘটন ঘটিয়ে ভারতকে হারায়, সেক্ষেত্রে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের দিকে তাকাতে হবে স্মৃতি-রিচাদের।
বর্তমানে তিন ম্যাচ খেলে চার পয়েন্ট রয়েছে ভারতের। কিন্তু নেট রান রেট +০.২০৫, যা পাকিস্তান (+০.৯৮১) এর থেকে কম। তবে পাকিস্তানের তিন ম্যাচে দুই পয়েন্ট রয়েছে।
যদি ভারত হারে, এবং মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান জিতে যায়। তাহলে নেট রান রেটের বিচারে ভারতকে টপকে সেমি ফাইনালে চলে যাবে পাকিস্তান।
তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই নামবে ভারত। চলতি টুর্নামেন্টে একটিও ম্যাচ জেতেনি আইরিশরা। দলগঠন থেকে শুরু করে ধারাবাহিকতা - প্রতিটি বিভাগে ধুঁকছে আয়ারল্যান্ড। এই পরিস্থিতিতে শক্তিশালী ভারতীয় দল ফেভারিট হিসেবে নামবে।