আইপিএল উদ্বোধনী ম্যাচেও মহিলা আইপিএল নিয়েই মজে রবি শাস্ত্রী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস। একদিকে ক্যাপ্টেন কুল অন্যদিকে সদ্য আইপিএল জয়ী অধিনায়ক হার্দিক। এর সাথে ছিল অরিজিৎ সিং এর অসাধারণ গান।
তবে যেখানে রবি শাস্ত্রী থাকবেন সেখানে আকর্ষণের কেন্দ্রবিন্দু অন্য কেউ হবেন তা কীভাবে সম্ভব?
শুক্রবার সিএসকে ও গুজরাট টাইটান্স ম্যাচের টসের সময় রবি শাস্ত্রী হার্দিকের দলের নামে গণ্ডগোল করে বসেন। আর তাতেই নেট দুনিয়ার হট টপিক হয়ে ওঠেন তিনি।
প্রসঙ্গত, আইপিএলে গুজরাটের দল গুজরাট টাইটান্স নামে খেলে। অন্যদিকে মহিলা আইপিএল অর্থাৎ মহিলা প্রিমিয়ার লিগে গুজরাটের ফ্র্যাঞ্চাইজি দলের নাম গুজরাট জায়েন্টস।
রবি শাস্ত্রী টসের ঘোষণা করার সময় বলেন, "আইপিএল ২০২৩ এর প্রথম টসের সময় এসে গেছে। হার্দিক পান্ডেয়া- গুজরাট জায়েন্টস এবং মহেন্দ্র সিং ধোনি- চেন্নাই সুপার কিংস। "
গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক তার দলের নাম বদলে যেতে দেখে মাঠেই হেসে ফেলেন। আর এর পরেই ভাইরাল হয় সেই দৃশ্য।
প্রসঙ্গত প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় লাভ করে হার্দিকের গুজরাট। চেন্নাইয়ের রুতুরাজ ৫০ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তবে শেষ হাসি হাসেন গুজরাটের ক্রিকেটাররাই।