শক্তিশালী আরসিবির বিরুদ্ধে দলে বড়সড় পরিবর্তন আনতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবে এইডেন মার্করামের হায়দ্রাবাদ। ১২ ম্যাচে মাত্র ৪ টি জয় সহ হায়দ্রাবাদের মোট পয়েন্ট সংখ্যা ৮। লিগ টেবিলের তলানিতে মার্করামের দল। শেষ দুই ম্যাচ জিতলেও প্লে অফ খেলা সম্ভব নয় তাদের পক্ষে। তবে লিগের লাস্ট বয় হওয়ার থেকে সবাই বাঁচতে চায়।
এই মুহূর্তে ৯ নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট ১৩ ম্যাচে ১০। এবং নেট রান রেট -০.৫৭২। বর্তমানে হায়দ্রাবাদের নেট রান রেট -০.৫৭৫।
ফলে আরসিবির বিরুদ্ধে জিততে পারলে দিল্লিকে টপকে ৯ নম্বরে চলে আসবে তারা।
টেবিলের ৫ নম্বরে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন করতে পারে। হায়দ্রাবাদের সম্ভাব্য প্রথম একাদশ জেনে নিন।
অভিষেক শর্মা/ টি নটরাজন, হ্যারি ব্রুক, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ময়াঙ্ক ডাগার, কার্তিক ত্যাগি, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, ময়াঙ্ক মার্কণ্ডে, উমরান মালিক