কলম্বো থেকে সরে এই জায়গায় হতে পারে এশিয়া কাপের ফাইনাল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে এশিয়া কাপকে ব্যাপকভাবে বিঘ্নিত করছে বৃষ্টি। কলম্বোতে ধারাবাহিক বৃষ্টির জেরে কিছু ম্যাচ স্থগিত, এমনকি ভেস্তেও গিয়েছে। এই পরিস্থিতিতে আগামী ১৭ সেপ্টেম্বর হতে চলা এশিয়া কাপের ফাইনাল নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
আরও পড়ুন - ইউএস ওপেন জিতে ইতিহাস গড়লেন নোভাক জকোভিচ
যা খবর, কলম্বো থেকে এশিয়া কাপ ফাইনাল সরিয়ে আনা হতে পারে শ্রীলঙ্কার আর এক শহর ক্যান্ডিতে। এই মুহুর্তে ক্যান্ডির আবহাওয়া কলম্বোর তুলনায় শান্ত ও মনোরম, সেই কারণে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম।
তবে এসিসির কাছে যেটি বড় চিন্তার, সেটি হল সময়ের অভাব। এত কম সময়ের মধ্যে এত বড় ম্যাচকে সরিয়ে আনাটা সহজ নয়। যদিও এই বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল কোনও সরকারি ঘোষণা করেনি।
আরও পড়ুন - ফের বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ
এসিসি এই বিষয়ে আবহাওয়ার সাথে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা ও ম্যাচ সরিয়ে আনার উপযুক্ত ব্যবস্থার উপর নজর রাখছে। সেক্ষেত্রে যদি ফাইনাল সরানো হয়, তাহলে সেটি যেন আগে থেকে দুই দেশ, সমর্থক ও স্টেকহোল্ডারদের জানিয়ে দেওয়া হয়, সেই চিন্তাই করছে এসিসি।
আসন্ন দিনগুলিতে, ক্রিকেট ভক্ত ও স্টেকহোল্ডাররা মুখিয়ে থাকবে এশিয়া কাপ ফাইনালের পরিস্থিতি নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সরকারি আপডেটের জন্য।