আইপিএল ২০২৩ শেষেই ধোনির অবসর? চাঞ্চল্যকর উত্তর রোহিত শর্মার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৩। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে গত আইপিএল এর বিজয়ী গুজরাট টাইটান এবং আইপিএল এর অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। সম্প্রতি চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে শুরু হয়েছে বড়সড় জল্পনার। ধোনির সম্ভবত এটাই শেষ আইপিএল। এবং এই বিষয়টি বারংবার হয়ে উঠছে খবরের শিরোনাম।
ধোনি কি সত্যি অবসর নেবেন এই আইপিএল এর পর?
প্রাক্তন ভারতীয় অধিনায়কের বিষয় এবার মুখ খুললেন বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারত তথা মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত, সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, "আমি শেষ ২-৩ বছর ধরে শুনছি যে এটাই ধোনির শেষ মরশুম। আমি মনে করি ধোনি আরও বেশ কয়েকটি মরশুম খেলার জন্য ফিট রয়েছেন।"
শুধু রোহিত নন, ভারতের তরুণ প্রতিভা রিয়ান পরাগও ক্যাপ্টেন কুলের ঢালাও প্রশংসা করেছেন। রিয়ান বলেছেন, "আমি শেষ তিন বছর ফিনিশার এর ভুমিকা পালন করছি। এই ভূমিকায় আমার শুধুমাত্র একজনেরই নাম মনে আসে তিনি মহেন্দ্র সিং ধোনি। আমার মনে হয় না এই শিল্প তিনি ছাড়া আর কেউ সম্পূর্ণ আয়ত্তে আনতে পেরেছেন বলে। আমি সর্বদা তাঁর থেকে শিখি কীভাবে নিজেদের পক্ষে ম্যাচ শেষ করে আসা যায়।"
সব মিলিয়ে আইপিএল ২০২৩ শুরু হওয়ার আগেই হয়ে উঠেছে ভারতের হট টপিক । এবং ক্রিকেট ভক্তদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হলেন মহেন্দ্র সিং ধোনি। ধোনি কি সত্যি অবসর নেবেন আইপিএল এর পর? উত্তরের জন্য অপেক্ষা করতেই হবে আগামি দুমাস।