পূর্বাঞ্চল দলের কোচিং দায়িত্ব কি নেবেন? উত্তর দিলেন লক্ষ্মীরতন শুক্লা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বুধবার দলীপ ট্রফির জন্য দল ঘোষণা করেছে পূর্বাঞ্চল দল। আগামী ২৮শে জুন থেকে শুরু হতে চলা দলীপ ট্রফিতে অভিমন্যু ইশ্বরন নেতৃত্ব দেবে পূর্বাঞ্চল দলকে। অন্যদিকে পূর্বাঞ্চল দলের কোচিং-এর দায়িত্ব বাংলা ক্রিকেট দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা নেবেন বলে শোনা যাচ্ছিল।
আরও পড়ুন- নতুন মরশুমের জন্য গেমপ্ল্যান তৈরিতে ব্যস্ত জুয়ান ফেরান্দো
তবে লক্ষ্মীরতন শুক্লা নিজে জানিয়ে দিলেন তিনি পূর্বাঞ্চল দলের দায়িত্ব নিচ্ছেন না।
লক্ষীরতন শুক্লা জানিয়েছেন, "আমি আসন্ন মরশুমে বাংলা দলে মনোযোগ দেওয়ার জন্য পূর্বাঞ্চল দলের দায়িত্ব নিতে পারছি না। আমি বাংলা দলেই মনোযোগ দিতে চাই।"