সেমিফাইনালে উঠলে ইডেনে কি খেলবে ভারত? জানুন সত্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মঙ্গলবার আইসিসির তরফে প্রকাশিত হল ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের চূড়ান্ত ক্রীড়া সূচি। বিশ্বকাপে ভারত প্রথম নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ অক্টোবর। অন্যদিকে ৫ নভেম্বর কলকাতার ক্রীড়াপ্রেমীরা ভারতের ম্যাচ দেখার সুযোগ পেতে চলেছেন। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলবে ভারত। এছাড়াও বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল হবে ইডেনে। আর এরপরেই প্রশ্ন উঠছে ভারত যদি সেমিফাইনালে ওঠে তাহলে কি ভারতীয় দলকে ইডেন গার্ডেন্সে সেমিফাইনাল খেলতে দেখা যাবে?
আরও পড়ুন- বিশ্বকাপের কোন কোন ম্যাচ পেল ইডেন গার্ডেন্স? দেখে নিন
খবর অনুযায়ী, ভারতীয় দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করলেও সেমিফাইনাল ম্যাচ খেলবেনা কলকাতা। ভারতের ম্যাচটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। অন্যদিকে পাকিস্তান দল যদি সেমিফাইনালে ওঠে তাহলে তাদের ম্যাচটি হবে ইডেনেই।
তবে কলকাতার ক্রিকেট প্রেমীদের এখনই হতাশ হলে চলবেনা। কারণ, সেমিফাইনালে যদি ভারত বনাম পাকিস্তান ম্যাচ হয় তাহলে সেটি হবে ইডেন গার্ডেন্সে।
অন্যদিকে শোনা যাচ্ছে যে, ওয়েস্ট ইন্ডিজ যদি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে তাহলে তারা যোগ্যতা অর্জন পর্বে যে পজিশনেই শেষ করুক ওয়েস্ট ইন্ডিজ যোগ্যতা অর্জনকারী ১ দল হিসাবে খেলবে। একইভাবে শ্রীলঙ্কা খেলবে যোগ্যতা অর্জনকারী ২ দল হিসাবে।