২০২৩ আইপিএলেই তেন্ডুলকারের অভিষেক? কী বলছেন রোহিত শর্মা?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ কিংবদন্তি কোনো ব্যক্তিত্বের সন্তান হওয়া সব সময়ই কঠিন। সেই ব্যক্তি যদি আবার সচিন তেন্ডুলকার হন, তাহলে তাঁর সন্তান হয়ে সফল ক্রিকেটার হয়ে ওঠা আরও কঠিন। শেষ কিছু বছর ধরেই সচিন পুত্র অর্জুন তেন্ডুলকার ক্রিকেট মহলের আলোচনার অন্যতম প্রধান বিষয়।
বর্তমানে অর্জুন আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স দলের সদস্য। তবে আইপিএলে অভিষেক এখনও ঘটেনি অর্জুনের। সম্প্রতি চোট সারিয়ে নেটে ফিরেছেন। এই বছর কী দেখা যাবে অর্জুনকে আইপিএলের ম্যাচে? মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা এবং ম্যানেজমেন্টের ইঙ্গিত কিছুটা তেমনই।
সম্প্রতি দেখা যায় রোহিত শর্মা মুম্বাইয়ের তরুণ প্রতিভাদের সাথে কথা বলছেন। সেখানে উপস্থিত ছিলেন অর্জুনও। ভারতীয় অধিনায়কের পরামর্শ চুপচাপ মন দিয়ে শুনছেন অর্জুন।
এর আগে শোনা যাচ্ছিল যে, মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট অর্জুনের উপর কড়া নজর রেখেছে। ২৩ বছর বয়সী অর্জুনের বিষয় রোহিত বলেছেন, "অর্জুন তেন্ডুলকার সম্প্রতি ভাল ক্রিকেট খেলছেন। তিনি চোটে আক্রান্ত ছিলেন কিন্তু সে তাঁর বোলিং শুরু করে দিয়েছেন।"
দলের হেড কোচ মার্ক বাউচারও একই ইঙ্গিত দিয়েছেন, তিনি বলেছেন, "অর্জুন শেষ কিছুদিন ধরেই ভাল ক্রিকেট খেলছেন, সে খুব ভাল বোলিং করছেন, আমরা মনে করি তিনি এই বছর প্রথম একাদশে থাকবেন।"