গুজরাটের বিরুদ্ধে কি নামবেন অর্জুন তেন্ডুলকর? জানুন মুম্বইয়ের সম্ভাব্য প্রথম একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স দল মুখোমুখি হতে চলেছে এই আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল গুজরাটের সাথে। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গুজরাট এই মুহূর্তে লিগ টেবিলের প্রথমে। অন্যদিকে রোহিত শর্মার মুম্বই ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বর স্থানে রয়েছে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে মুম্বই দলের সবচেয়ে বড় চিন্তার কারণ হল অধিনায়ক রোহিতের অফ ফর্ম। ২০২৩ আইপিএলে রোহিতের ব্যাট হাতে এখনও পর্যন্ত ব্যর্থ। তবে মুম্বইয়ের অন্যান্য ব্যাটাররা বিশেষত সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, তিলক বর্মারা বেশ ভালো ছন্দে রয়েছেন।
এছাড়াও এই আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সেরা আবিষ্কার নেহাল ওয়াদেরা। যিনি ইতিমধ্যেই দুটি অর্ধশতরান করে ফেলেছেন।
তবে রোহিতের ফর্ম ছাড়াও আরও একটি বিষয় নিয়ে চিন্তায় মুম্বই ম্যানেজমেন্ট। প্রসঙ্গত মুম্বই দলের ব্যাটাররা ব্যাট হাতে বড় রান তুলতে সক্ষম হলেও বোলাররা সেই রান রক্ষা করতে অনেক সময়েই ব্যর্থ হয়েছেন। শোনা যাচ্ছে যে, মুম্বইয়ের বোলিং শক্তি বাড়াতে মুম্বই দলের প্রথম একাদশে অর্জুন তেন্ডুলকরকে আবারও দেখা যেতে পারে। এছাড়াও রিলে মেরডিথও ফিরতে পারেন প্রথম একাদশে।
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান, সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরা, তিলক বর্মা, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, অর্জুন তেন্ডুলকর, পীযুষ চাওলা, জেসন বেহরেন্ডর্ফ এবং কুমার কার্তিকেয়া।