এই বিশেষ কারণের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে নির্বাচিত হননি রিঙ্কু সিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজের জন্য বুধবার ভারতীয় দল ঘোষণা করা হয়। অবাক করা বিষয়, এই দলে নেই গত আইপিএলের সুপারস্টার হয়ে ওঠা রিঙ্কু সিং। উত্তরপ্রদেশের এই বাঁ হাতি ব্যাটারের দলে না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমী ও বিশেষজ্ঞরা।
কিন্তু কি কারণে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত ব্যাটিং করা রিঙ্কুকে জাতীয় দলে সুযোগ দেওয়া হল না? এর কারণ হল রিঙ্কুর চোট। বর্তমানে উনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের ফিটনেসের উপর কাজ করছেন। ফলে পুরো ফিট হলেও হয়ত রিঙ্কুকে জাতীয় দলে সুযোগ দেবেন নির্বাচকরা।
এদিকে আরও একটি কারণ সামনে আসছে, যার জন্য রিঙ্কু সহ গত আইপিএলের একাধিক পারফর্মাররা সুযোগ পাননি ওয়েস্ট ইন্ডিজ সফরে।
আরও পড়ুন - অধিনায়ক হার্দিক, দলে নেই রিংকু! ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা ভারতের
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ টি২০ আন্তর্জাতিক ম্যাচ এবং আয়ারল্যান্ডে হতে চলা আসন্ন সিরিজের মাঝে সময়ের ব্যবধান অল্প। সেই কারণে সম্ভাবনা রয়েছে, রিঙ্কু সিং, রুতুরাজ গায়কোয়াড়, জিতেশ শর্মা ও শিবম মাভির মত খেলোয়াড়দের আয়ারল্যান্ড সফরে সুযোগ দিতে পারে।
এছাড়া আসন্ন এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করবে বিসিসিআই, যেখানে এশিয়ার অলিম্পিক কাউন্সিলের দল ঘোষণার ডেডলাইন ১৫ জুলাই।
এই পরিস্থিতিতে যখন রিঙ্কুর বাদ পড়া নিয়ে হতাশ ক্রিকেটপ্রেমীরা, হয়ত এই সিদ্ধান্তের পিছনে যুক্তিযুক্ত কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম হল রিঙ্কুর ফিটনেস ও সেরে ওঠার সময়। যা খবর, আসন্ন সিরিজ ও টুর্নামেন্টের জন্য সব থেকে শক্তিশালী ও তৈরি দলই নির্বাচিত করবে বিসিসিআই ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট।