ফাইনালে জয়ের পরও কেন চাহারকে অটোগ্রাফ দিতে চাননি ধোনি?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: শেষ ওভারের একেবারে শেষ বলে বাউন্ডারি মেরে চেন্নাই সুপার কিংসকে জিতিয়ে দেন রবীন্দ্র জাদেজা। অধিনায়ক ধোনি থেকে সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটাররা পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উপভোগ করছেন। এমন সময় চেন্নাইয়ের বোলার দীপক চাহার অধিনায়ক ধোনির কাছে নিজের জার্সিতে অটোগ্রাফ নিতে আসেন। প্রথমে ধোনি অটোগ্রাফ দিতে অস্বীকার করেন। কিন্তু কেন ?
ম্যাচের শুরুতে শুভমান গিল যখন ৩ রানে ব্যাট করছিলেন সেই সময়ে চাহার স্কোয়ার লেগে গিলের ক্যাচ ফেলে দেন। ধোনি আনন্দের মুহূর্তেও সেই কথা চাহারকে স্মরণ করে দিয়েছিলেন। তবে শাসন পর্ব শেষ হতেই ধোনি চাহারের শার্টে সই করে দেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল।
এর আগে একইভাবে সিএসকে চিপকে লিগ পর্বে শেষ খেলার পর সুনীল গাভাসকারের মত কিংবদন্তি ধোনি মাঠ প্রদক্ষিণ করার সময়ে ধাওয়া করে সই সংগ্রহ করেন।
আরও পড়ুন: ২০২৩ আইপিএল ফাইনালে বিশ্বরেকর্ড!
ফাইনালে শেষ বলের থ্রিলারে জিতে ধোনির সিএসকে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজির স্পর্শ করল। সোমবার মাঝরাতে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে পাঁচ উইকেট সিএসকে পরাজিত করে গুজরাটকে।