মাত্র ১০ বলে অর্ধশতরান! বারবার দিয়েছেন ট্রায়াল! চিনে নিন KKR এর নয়া তারকা রমেশ কুমারকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইপিএল নিলামে বড় চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০ লক্ষ টাকা বেস প্রাইসে কিনেছে অনামী ক্রিকেটার রমেশ কুমারকে। আর তাকে কেনার পর কলকাতার নিলাম টেবিল উপস্থিত সকলকে বেশ খুশিই লাগছিল।
তবে কে এই রমেশ কুমার? প্রশ্ন আসছে নিশ্চয়ই। আদতে তিনি একজন বড় সুপারস্টার। ভারতবর্ষে যারা টেনিস-বল ক্রিকেট নজর রাখেন, তাদের কাছে পরিচিত নাম রমেশ। পাঞ্জাবের এই ক্রিকেটার কখনও পেশাদার ক্রিকেট খেলেননি, তবে একাধিক ঘরোয়া ক্রিকেটারকে না নিয়ে রমেশকে নিয়েছে কেকেআর। তার মানে নিশ্চয়ই কোনও ব্যাপার রয়েছে।
একটি ভিডিও ইউটিউবে রয়েছে, যেখানে দেখা গিয়েছে, রমেশ কুমারকে একটি স্থানীয় টুর্নামেন্টে বেধড়ক ব্যাটিং করতে। সেই টুর্নামেন্টের এক ম্যাচে মাত্র ১০ বলে ৫০ রান করেছেন এই বাঁ হাতি ব্যাটার।
তবে আইপিএলে আসা একেবারে হঠাত করে হয়নি রমেশের। এর আগে একাধিকবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে ট্রায়াল দিয়েছেন। আর শেষ অবধি সুযোগ পেলেন দুই বারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি।