ট্রোলের শিকার থেকে রোহিত-ইশানকে এক ওভারেই আউট করা! মুকেশ চৌধুরিকে চিনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার আইপিএল ২০২২ এর মেগা মহারণে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির অনবদ্য ফিনিশিংয়ে জয়লাভ করে সিএসকে। তবে এই জয়ের বড় কৃতিত্ব যায় তরুণ পেসার মুকেশ চৌধুরির নামেও।
মুম্বইয়ের তারকাখচিত ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে আনেন মুকেশ। প্রথম ওভারেই মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ও কিপার-ব্যাটার ইশান কিশানকে আউট করে দেন ২৫ বছরের এই বাঁ হাতি পেসার। তারপর নিজের দ্বিতীয় ওভারেই তুলে নেন টুর্নামেন্টের অন্যতম সেরা তরুণ প্রতিভা ডিওয়াল্ড ব্রেভিসকে। ম্যাচে তিন ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট নেন মুকেশ।
আর এই পারফর্মেন্সের জেরে চেন্নাই সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন মুকেশ। অথচ রাজস্থানের এই পেসারকেই চলতি আইপিএলে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছে। লখনউ, পাঞ্জাব ও ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে প্রচুর রান দিয়ে আসার কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন মুকেশ।
তবে সেই সমস্ত নেতিবাচকতাকে অতিক্রম করে আজকের এই অসাধারণ সাফল্য অর্জিত করেছেন মুকেশ। রাজস্থানের ভিলওয়ারায় জন্মগ্রহণ করলেও মহারাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন মুকেশ। ২০২১-২২ এর বিজয় হাজারে ট্রফিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন বাঁ হাতি এই পেসার।
গত বছর চেন্নাই সুপার কিংসের নেট বোলার হিসেবে ছিলেন মুকেশ। সেখানে নিজের সঠিক লাইন ও লেংথের মাধ্যমে ধোনি সহ চেন্নাই সুপার কিংসের তারকাদের নজর কাড়েন তিনি। যার ফলে এবারের আইপিএল মেগা নিলামে চেন্নাই সুপার কিংস ২০ লক্ষ টাকা দিয়ে কেনে মুকেশকে।