Dhruv Jurel: আইপিএলের তরুণ এই তারকাকে চিনুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বুধবার গুয়াহাটিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রায় একাই ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন রাজস্থান রয়্যালসের ২২ বছর বয়সী ধ্রুব জুরেল। উত্তরপ্রদেশের তরুণ এই উইকেট কিপার-ব্যাটার আইপিএলের প্রথম ইমপ্যাক্ট খেলোয়াড়, যিনি আইপিএলে অভিষেক করলেন।
ধোনি, এবি ডি ভিলার্স এবং বিরাট কোহলির ভক্ত ধ্রুবকে ২০২২ নিলামে রাজস্থান রয়্যালস নিজেদের দলে নেয়। কিন্তু সেই মরশুমে তিনি আইপিএল খেলার সুযোগ পান নি। তবে এই আইপিএলে সুযোগ পেয়েই সকলের নজর কেড়ে নিয়েছেন ধ্রুব। ১৫ বলে ৩২ রানের নট আউট ইনিংস খেলার পাশাপাশি ২৬ বলে ৬১ রানের পার্টনারশিপ করেন সিমরন হিতমেয়ারের সাথে।
তবে আইপিএলের নতুন আবিষ্কার হয়ে ওঠার আগে ধ্রুবের লড়াই ছিল বেশ কঠিন। তাঁর লড়াই দেশের অন্যান্য প্রতিভাদের অনুপ্রাণিত করবে তা বলাই যায়।
ধ্রুভকে সফল ক্রিকেটার করে তোলার লক্ষ্যে এক সময় ধ্রুবের মা তাঁর মূল্যবান গয়না বিক্রি করে দিয়েছিলেন। গয়না বিক্রির টাকায় তিনি ধ্রুবকে ক্রিকেটের সরঞ্জাম কিনে দিয়েছিলেন। ধ্রুব জুরেলের প্রতিভা প্রথম তাঁর স্কুলের গ্রীষ্মকালীন ক্যাম্পে ধরা পরে।
ডান হাতের এই ব্যাটার টি-২০ ক্রিকেটে প্রথম অভিষেক করেন উত্তরপ্রদেশের হয়ে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে। এরপর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। ২০২০ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের সহ-অধিনায়কের ভূমিকাও পালন করেছিলেন।
ক্রিকেট মহলে ধ্রুভ প্রথম নজর কাড়েন রঞ্জি ট্রফির ম্যাচে। ২০২২ সালের ডিসেম্বর মাসে নাগাল্যান্ডের বিরুদ্ধে ২৪৯ রান করেন।
আইপিএল ২০২৩ এর অন্যতম আবিষ্কার ধ্রুব হতে চলেছেন, তা তিনি প্রথম সুযোগেই বুঝিয়ে দিয়েছেন। বাকি মরশুমে সুযোগের কতোটা সঠিক ব্যবহার করতে পারবেন সেই দিকেই নজর ক্রিকেট বিশ্বের।