এই তিন বাঙালি ক্রিকেটার নিলে কি খুব ক্ষতি হত কেকেআরের, দেখুন প্রতিবেদন

সুমন দে : এইবারের আইপিএল নিলামে মোট ছয়জন বাংলার প্লেয়ার উঠেছিলেন। সেখান থেকে তারা প্রত্যেকে আইপিএলের কোনো না কোনো দলে সুযোগ পেয়েছেন। ব্রাত্য থেকেছেন শুধুমাত্র কলকাতা তথা বাংলার একমাত্র ফ্র্যাঞ্চাইজি দল কেকেআরে।
এবার আমরা দেখে নেব সেই ছয় জনের মধ্যে কোন তিনজন প্লেয়ারকে কেকেআর নিতেই পারত :-
১. ঋদ্ধিমান সাহা
নিলামের দ্বিতীয় দিনের আগে পর্যন্তও যখন কেকেআরের একটি উইকেটকিপার প্রয়োজন ছিল সেখানে ঋদ্ধিমান সাহার মত একজন অভিজ্ঞ উইকেটকিপার থাকা সত্ত্বেও তাঁকে নিয়ে ঝাপায়নি কেকেআর। যেখানে অন্য এক বিদেশি উইকেটকিপার স্যাম বিলিংসকে দলে নিয়েছে তারা। যাঁর খেলার সম্ভাবনা খুব কম। সেই জায়গায় ঋদ্ধিমান কিন্তু আইপিএলের মঞ্চে বেশ প্রতিষ্ঠিত ও অভিজ্ঞ। এর আগে কিংস ইলেভেন পাঞ্জাব ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে বেশ ভালো পারফর্ম করেছেন তিনি। এই মরশুমে তিনি গুজরাট টাইটান্স এর হয়ে খেলছেন।
২. শাহবাজ আহমেদ
এই ২৭ বছর বয়সি ক্রিকেটার ভারতীয় ক্রিকেটে বেশ উদীয়মান একজন প্লেয়ার। বিগত সময় বেশ কয়েকটি ঘরোয়া লিগ যেমন বিজয় হাজারে ট্রফি,সৈয়দ মুস্তাক আলি ট্রফি প্রভৃতিতে বেশ ভালো খেলেন বাংলার হয়ে। এছাড়া গত বছর ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে বেশ ভালো খেলেছেন। সম্প্ৰতি বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে দুটি ম্যাচেই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি। তা সত্বেও তাকেও দলে নিতে আগ্রহ দেখায়নি কেকেআর। তিনি এবার ব্যাঙ্গালোরের হয়ে খেলবেন।
৩. ঋত্বিক রায়চৌধুরী
এই ২৬ বছরের তরুণ তুর্কি ইদানিং সময় ঘরোয়া টুর্নামেন্টে বাংলার হয়ে বেশ ভালো ফল করছেন। ২০২০ সালের জানুয়ারি মাসে বাংলার হয়ে রঞ্জিতে অভিষেক হয় তাঁর। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ইদানিংকালে তাঁর গড় রান ৪৩.৫০ যেটা বেশ উল্লেখযোগ্য। বোলিংটাও বেশ ভালো করেন তিনি। তাকেও হয়ত কলকাতার দলে রাখা যেতে পারত। কিন্তু তিনি বর্তমানে ব্যাঙ্গালোরের হয়ে খেলবেন।