কি হবে যদি আইপিএল ২০২৩ ফাইনাল বৃষ্টিতে ভেস্তে যায়? জানুন বিস্তারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার আহমেদাবাদে প্রবল বৃষ্টির জেরে স্থগিত রয়েছে আইপিএল ২০২৩ এর ফাইনাল। চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের এই মহারণ আদৌ কি খেলা হবে? আবহাওয়ার অবস্থা অন্ততপক্ষে সেই আশঙ্কাই তুলে ধরছে।
কিন্তু কি হবে যদি ফাইনাল বৃষ্টিতে ভেস্তে যায়? আদৌ কি খেলা চালু করা যাবে? ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে কারা? চলুন জেনে নিই।
আগেই সমস্ত জটিলতা পরিষ্কার করে নেওয়া যাক, আইপিএল ২০২৩ ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে, যা সোমবার অর্থাৎ ২৯ মে-তে হবে।
আরও পড়ুন - ফাইনালের আগে বিদায়ের বার্তা দিলেন চেন্নাই সুপার কিংসের এই দুই গুরুত্বপূর্ণ সদস্য
রবিবার যদি খেলা রাত ৯.৪০ এর মধ্যে শুরু হয়, তাহলে পুরো ২০-২০ ওভারই খেলা হবে। কিন্তু তারপর খেলা চালু হলে আম্পায়ারদের সিদ্ধান্ত অনুযায়ী ওভারের সংখ্যা কমবে। এদিকে সর্বনিম্ন ৫ ওভার খেলা করার জন্য ম্যাচ শুরু করতে হবে রাত ১২.২৬-এ।
যদি ১২.২৬ এর পরেও খেলা না চালু হয়, তাহলে সোমবার রিজার্ভ ডে-তে রাত ৮টায় হবে এই ফাইনাল। তবে কি হবে যদি রিজার্ভ ডে-তেও বৃষ্টি হয়?
সেক্ষেত্রে রবিবারের নিয়মই পালন করা হবে। কিন্তু যদি রিজার্ভ ডে-তেও বৃষ্টির জেরে খেলাই ভেস্তে যায়, তাহলে লিগে উচ্চতর স্থানে থাকার জেরে চ্যাম্পিয়ন হবে গুজরাট টাইটান্স। কারণ লিগ টেবিলে প্রথম স্থানে শেষ করেছিল গুজরাট, দ্বিতীয় স্থানে শেষ করেছিল চেন্নাই সুপার কিংস।