ঘরের মাঠে নাইটদের হারাতে কী হবে ধোনি বাহিনীর সম্ভাব্য একাদশ?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে একতরফা ম্যাচে ২৭ রানের ব্যবধানে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিএসকে। রবিবার, চলতি মরশুমের ৬১তম ম্যাচে সিএসকে ঘরের মাঠে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স-এর বিরুদ্ধে।
দুটি দল এই মরশুমে ইডেনে যখন মুখোমুখি হয়েছিল তখন ৪৯ রানে জিতেছিল সিএসকে। দল যেহেতু জয়ের সরণিতে আছে তাই দল অপরিবর্তিত রাখতে পারে ক্যাপ্টেন কুল। তবে যেহেতু চেন্নাই প্রায় প্লে-অফে পৌঁছে গিয়েছে, তাই কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে পারে সুপার কিংসরা। বেন স্টোকস ফিট থাকার কারণে হয়তো আজ প্রথম একাদশে থাকতে পারেন তিনি। পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে থাকা নীতীশ রানার নেতৃত্বাধীন কেকেআরের বিরুদ্ধে নামার আগে দেখে নেওয়া যাক সিএসকের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।
চেন্নাই সুপার কিংস: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, আজিঙ্ক্যা রাহানে, মইন আলি/ বেন স্টোকস, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাহীষ থিকশানা, মাথিশা পাথিরানা।