এশিয়া কাপের জন্য ভারতীয় দলের প্রস্তুতিতে উঠে এল এই এই গুরুত্বপূর্ণ বিষয়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন এশিয়া কাপের জন্য গত পাঁচ দিন ধরে আলুরের কেএসসিএর মাঠে কঠিন প্রস্তুতি শিবির সেরেছে ভারতীয় ক্রিকেট দল। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ।
আরও পড়ুন - ৪৯তম কিংস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করল ভারত
গত ২৫ আগস্ট জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে মেডিকাল চেকআপ ও ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে এই শিবির শুরু হয়েছে। সেই ইয়ো ইয়ো টেস্টে তারকা ভারতীয় ব্যাটার বিরাট কোহলি ১৭.২ স্কোর করেছিলেন, তবে সেরা স্কোর করেছিলেন শুভমন গিল।
দ্বিতীয় দিন কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে আউটডোর অনুশীলন করে ভারত। সব থেকে উল্লেখযোগ্য হল, সেখানে উমরান মালিক, অনিকেত চৌধুরী, যশ দয়াল, রাহুল চাহার, কুলদীপ সেন, সাই কিশোর, শামস মুলানির মত তরুণ প্রতিভাবান ১২-১৩জন নেট বোলাররা ছিলেন। অধিনায়ক রোহিত শর্মা নেটে শুভমন গিলের সাথে ব্যাট করেন, এরপর নামেন বিরাট কোহলি ও পুনরায় ফিট হতে থাকা শ্রেয়াস আইয়ার। যা সম্ভাবনা, আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতের ব্যাটিং অর্ডারে শুরু করবেন এই চার ব্যাটার।
আরও পড়ুন - দল নির্বাচনের বিতর্ক নিয়ে সরব হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা
তৃতীয় দিনে ব্যাটারদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা দিয়ে ম্যাচ সিম্যুলেশন অনুশীলন করা হয়। তৃতীয় দিনের সব থেকে আলোচ্য বিষয় হল অনিকেত চৌধুরীর মত বোলারদের বিরুদ্ধে দীর্ঘক্ষণ ব্যাট করেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। শ্রেয়াস ও শুভমনও রাজস্থানের এই বাঁ হাতি পেসারের বিরুদ্ধে খেলেন। মূলত পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধে ভালোমত প্রস্তুতি সারতেই এই ব্যবস্থা করা হয়েছিল। বাকি ব্যাটাররা দীর্ঘক্ষণ স্পিনারদের মুখোমুখি হন যাতে পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান ও বাঁ হাতি স্পিনার মহম্মদ নাওয়াজের জন্য প্রস্তুত হওয়া যেতে পারে। কেএল রাহুলকে দীর্ঘক্ষণ উইকেটকিপিং অনুশীলন করতে দেখা যায় ফিল্ডিং কোচ টিপি দীলিপের সাথে।
চতুর্থ দিনে ম্যাচ সিম্যুলেশনে দেখা যায় ভারত অধিনায়ক রোহিত শর্মাকে শ্রেয়াস আইয়ারের সাথে ব্যাট করতে। যেহেতু কেএল রাহুল পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলবেন না, ফলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট আরও কিছু অপশন খুঁজছেন। রাহুল না থাকলে সেক্ষেত্রে শুভমন গিলের সাথে ওপেনিংয়ে পাঠানো হতে পারে ইশান কিশানকে, যেখানে রোহিত তিনে নামতে পারেন, আর বিরাট কোহলি চারে খেলতে পারেন। বাঁ হাতি পেসার যশ দয়ালকে দীর্ঘক্ষণ বোলিং করতে দেখা যায় ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে।
আরও পড়ুন - এশিয়া কাপ খেলতে এই তারিখে শ্রীলঙ্কা রওনা হবে ভারতীয় দল
শুভমন গিল, ইশান কিশান ও রোহিত শর্মার মত তিনজন ওপেনার রয়েছে ভারতীয় দল। হেড কোচ রাহুল দ্রাবিড় বিভিন্ন ধরণের কম্বিনেশন দেখছিলেন। রোহিত শর্মাকে চারে নামিয়ে বিরাট কোহলিকে নিজের জায়গায় রাখলে হয়ত একটি সমস্যার সমাধান হবে যতদিন না কেএল রাহুল ফিরে না আসেন। দেখার বিষয়, শুভমন গিলকেও শ্রেয়াস আইয়ারের সাথে ব্যাটিং করতে দেখা যায়।
মঙ্গলবার ভারতীয় দল শেষ অনুশীলন সেরে ৩০ আগস্ট কলম্বোর উদ্দেশ্যে উড়ে যাবে।