গুজরাটের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে কী হতে পারে হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ? জানুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: চলতি আইপিএলে প্রথমবার সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স। দুই দলই নিজেদের শেষ ম্যাচ হেরে মাঠে নামছে আজ। ফলে জয়ের সরণিতে ফিরতে মরিয়া থাকবে দুই দল। পয়েন্ট তালিকায় এই মুহূর্তে দাঁড়িয়ে সানরাইজার্সের ১১ ম্যাচে ৮ পয়েন্ট। নেট রান রেট -০.৪৭১। সুতরাং বাকি ম্যাচগুলো খুবই গুরত্বপূর্ণ হায়দ্রাবাদের কাছে।
হায়দ্রাবাদকে চিন্তায় রাখবে মিডিল অর্ডারের স্ট্রাইক রেট। মিডিল অর্ডারের ৩-৭ নম্বর ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেট একমাত্র হায়দ্রাবাদের।
এক নজরে দেখে নিন গুজরাটের বিরুদ্ধে হায়দ্রাবাদের প্রথম একাদশ।
আনমলপ্রীত সিং, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আবদুল সামাদ, বিভ্রান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, ময়াঙ্ক মার্কণ্ডে।