ভিডিও : আরসিবির বিরুদ্ধে ছিলেন কি আম্পায়ার? মাঠের মধ্যে ঝামেলা শুরু করে দিলেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার আইপিএল ২০২১ এর এলিমিনেটরে কলকাতা নাইট রাইডার্স ৪ উইকেটে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। তবে এই ম্যাচে আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়ায় অন ফিল্ড আম্পায়ার বীরেন্দ্র শর্মার কিছু সিদ্ধান্ত। বেশ কয়েবার, মোট তিনবার আরসিবির বিরুদ্ধে সিদ্ধান্ত দেন বীরেন্দ্র শর্মা, যা পর্যালোচনার পরে ভুল প্রমাণিত হয়।
আর এই নিয়ে ম্যাচের মধ্যেই ক্ষিপ্ত হন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের সপ্তম ওভারে রাহুল ত্রিপাঠিকে নট আউট দেন বীরেন্দ্র শর্মা, যদিও রিপ্লেতে দেখা যায়, বলটি সরাসরি উইকেটে স্পর্শ করেছিল। এরপর বোলার যুজবেন্দ্র চাহালের সাথে পরামর্শ করে কোহলি ডিআরএস নেন, যাতে দেখা যায় যে রাহুল ত্রিপাঠি আউট ছিলেন।
এরপর বীরেন্দ্র শর্মা নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলেও অন ফিল্ড আম্পায়ারের এই ভুল সিদ্ধান্তে বেশ অখুশি ছিলেন বিরাট কোহলি। এরপর তিনি বীরেন্দ্রর কাছে যান এবং দেখা যায় যে বেশ তর্ক-ঝামেলা চলছিল দুই পক্ষের মধ্যে।
কিন্তু তা সত্ত্বেও কলকাতা শেষ ওভারে গিয়ে জয় তুলে নেয়। আর এর জেরে আইপিএলে অধিনায়ক হিসেবে নিজের কেরিয়ার শেষ করলেন বিরাট কোহলি। যদিও প্রতিশ্রুতি দিয়েছেন, খেলোয়াড় হিসেবে কেরিয়ারের শেষ অবধি থাকবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে।